X
রবিবার, ০৪ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

বাংলাদেশে কোন মাঠে হামজার অভিষেক?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২৫, ১৪:৩১আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ১৮:৪৯

 ভারতের শিলংয়ে এশিয়ান কাপ বাছাই পর্বে স্বাগতিকদের বিপক্ষে হামজা চৌধুরীর অভিষেক হয়েছে। এবার ঘরের মাঠে নিজ দেশের দর্শকের সামনে অভিষেকের অপেক্ষা। ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি ঢাকার জাতীয় স্টেডিয়ামে হওয়ার সম্ভাবনা দেখছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।  

ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরীকে নিজেদের মাঠে দেখার জন্য বাংলাদেশের সমর্থকরা অপেক্ষার প্রহর গুনছেন। তাই আসন্ন ম্যাচটি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ঢাকা স্টেডিয়ামে করার পরিকল্পনা করছে। তবে সেটা বাস্তবায়ন হওয়া নিয়ে এখনও কিছুটা বাধা রয়ে গেছে। কারণ, ২০২১ সালের আগস্ট থেকে শুরু হওয়া স্টেডিয়ামের সংস্কার কাজ এখনও চলমান। জাতীয় ক্রীড়া পরিষদ এখনও বাফুফেকে আনুষ্ঠানিকভাবে মাঠ বুঝিয়ে দেয়নি। 

যদিও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ১০ জুনের ম্যাচটা ঢাকা স্টেডিয়ামে আয়োজনে কোনও বাধা দেখছেন না। রবিবার জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে জাতীয় স্টেডিয়ামে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে প্রীতি ম্যাচ হয়েছে। সেই অনুষ্ঠানের ফাঁকে ক্রীড়া উপদেষ্টা বলেছেন, ‘কাজ প্রায় শেষ। আমার তাবিথ ভাইয়ের (বাফুফে সভাপতি) সঙ্গে কথা হয়েছে। বাফুফে মাঠের ঘাসের আরও একটু কাজ করবে। আমাদের লাইটিং ও অন্যান্য কাজও শেষের দিকে। আমাকে জানানো হয়েছে এক মাসের মধ্যে মাঠ রেডি হয়ে যাবে। খেলা আয়োজনে সমস্যা দেখছি না।’

বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেছেন, ‘আমরা আগামীকাল থেকে মাঠের কাজ শুরু করতে চাই। আগামী এক দেড় মাসের মধ্যে এখানে অন্য কাউকে মাঠ বরাদ্দ না দেওয়ারও অনুরোধ জানানো হয়েছে। আশা করি মাঠ ও কিছু কাজ আমরা নির্ধারিত সময়ে করতে পারবো।’

 

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
হামজার শহর সিলেটে ভারত ম্যাচ আয়োজনের চিন্তা
ঢাকায় হামজার অভিষেক, সিঙ্গাপুর ম্যাচ ঘিরে এখনই চাপে বাফুফে
এ বছর হামজাদের সাফ হচ্ছে না!
সর্বশেষ খবর
পল্টনে ভবনে আগুন: প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
পল্টনে ভবনে আগুন: প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৭৪
তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৭৪
আর্সেনালের মাঠে জিতে বোর্নমাউথের ইতিহাস
আর্সেনালের মাঠে জিতে বোর্নমাউথের ইতিহাস
আর্সেনাল ম্যাচের ১০ জনকে বেঞ্চে রেখে লিগে টানা হার পিএসজির
আর্সেনাল ম্যাচের ১০ জনকে বেঞ্চে রেখে লিগে টানা হার পিএসজির
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন