X
রবিবার, ২৫ মে ২০২৫
১১ জ্যৈষ্ঠ ১৪৩২

পরাজয়ের কাছে থাকা মায়ামিকে উদ্ধার করেছে মেসি ম্যাজিক

স্পোর্টস ডেস্ক
২৫ মে ২০২৫, ০৯:৪৮আপডেট : ২৫ মে ২০২৫, ১০:১৭

মেজর লিগ সকারে নিশ্চিত পরাজয়ের শঙ্কাতে ছিল ইন্টার মায়ামি। একটা সময় পর্যন্ত ৩-২ গোলে পিছিয়ে ছিল তারা। যোগ হওয়া সময়ে মেসির অ্যাসিস্ট থেকে উদ্ধার হয়েছে মায়ামি। ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচটা শেষ পর্যন্ত ৩-৩ ড্র নিয়ে তারা মাঠ ছেড়েছে। 

মায়ামিকে উদ্ধার করেছে মূলত মেসির চিরাচরিত ম্যাজিক। অথচ শুরুতে মায়ামির ওপর চড়াও হয়ে বসেছিল ফিলাডেলফিয়া। ৭ মিনিটে কুইন সুলিভ্যানের গোলে অগ্রগামিতা পায় তারা। ৪৪ মিনিটে ব্যবধান বাড়ান টাই বারিবো। 

দীর্ঘ সময় গোল খরায় ভুগতে থাকায় ইন্টার মায়ামি অবশেষে প্রথম গোলের দেখা পায় ৬০ মিনিটে। নোয়াহ অ্যালেনের দারুণ ক্রস থেকে হেড করে জাল কাঁপান তাদেও অ্যালেন্দে। টাই বারিবো ৭৩ মিনিটে জোড়া গোলের দেখা পেলে ৩-১ স্কোর নিয়ে জয়ের স্বপ্ন দেখতে থাকে ফিলাডেলফিয়া। কিন্তু মেসি ম্যাজিক সেটা হতে দিলে তো! সাত মিনিটের ব্যবধানে দুটি গোলের কারিগর ছিলেন তিনি। তাতে মায়ামির ঘুরে দাঁড়ানো রুখতে পারেনি ফিলাডেলফিয়া। ৮৭ মিনিটে যার শুরুটা হয় মেসির সিগনেচার ফ্রি কিক থেকে। তার সরাসরি ফ্রি কিক প্রতিপক্ষ গোলকিপার রুখতে পারেননি।

বলা যায় শেষ দিকের অগোছালো হয়ে পড়ার মাশুল দেয় ফিলাডেলফিয়া। গোলের জন্য আরও চাপ প্রয়োগ করতে থাকা মায়ামি তৃতীয় গোলও পেয়ে যায় যোগ হওয়া সময়ের পঞ্চম মিনিটে। যার কারিগর মেসি। জটলার মধ্য থেকে সতীর্থ সেগোভিয়াকে বল দিয়েছিলেন আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী। সেখান থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে ফিলাডেলফিয়া গোলকিপার অ্যান্ড্রু রিককে পরাস্ত করতে সময় নেন সেগোভিয়া। 

সর্বশেষ ৭ ম্যাচে পাঁচ পরাজয়ে একটি পয়েন্ট পাওয়ায় সেটা স্বস্তি হিসেবে এসেছে মায়ামি শিবিরে। ১৩ ম্যাচে তাদের সংগ্রহ এখন ২৩ পয়েন্ট। ইস্টার্ন কনফারেন্সে তাদের অবস্থা ষষ্ঠ। অপর দিকে ১৪ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিলাডেলফিয়া ইউনিয়ন। 

/এফআইআর/
সম্পর্কিত
প্রিয় গোল কোনটি, জানালেন মেসি
মায়ামিতে কঠিন সময় পার করছেন মেসি
আর্জেন্টিনার স্কোয়াডে ফিরলেন মেসি
সর্বশেষ খবর
হার্ভার্ডে মনোনীত হয়েও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তাইওয়ানি শিক্ষার্থীরা
হার্ভার্ডে মনোনীত হয়েও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তাইওয়ানি শিক্ষার্থীরা
দাবি আদায়ে আজও ইশরাকপন্থিদের অবস্থান, অচল নগরভবন
দাবি আদায়ে আজও ইশরাকপন্থিদের অবস্থান, অচল নগরভবন
ইসরায়েলি অবরোধে গাজায় তীব্র খাদ্য সংকট, অনাহারে ৪ বছরের শিশুর মৃত্যু
ইসরায়েলি অবরোধে গাজায় তীব্র খাদ্য সংকট, অনাহারে ৪ বছরের শিশুর মৃত্যু
এক সিনিয়র সচিব ও দুদকের সাবেক ৩ চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা তদন্তে সিআইডি 
খালেদা-তারেকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগএক সিনিয়র সচিব ও দুদকের সাবেক ৩ চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা তদন্তে সিআইডি 
সর্বাধিক পঠিত
সাংবাদিক সংকটে ফারুকীর সংবাদ সম্মেলন স্থগিত
সাংবাদিক সংকটে ফারুকীর সংবাদ সম্মেলন স্থগিত
নুরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের
নুরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের
রাস্তার পাশাপাশি মেট্রোস্টেশনে আন্দোলনকারীদের অবস্থান, ভোগান্তিতে যাত্রীরা
রাস্তার পাশাপাশি মেট্রোস্টেশনে আন্দোলনকারীদের অবস্থান, ভোগান্তিতে যাত্রীরা
বিক্ষোভে উত্তাল সচিবালয়
বিক্ষোভে উত্তাল সচিবালয়
চার দিনের অবস্থানেও পল্লী বিদ্যুৎকর্মীদের সঙ্গে যোগাযোগ করেনি কেউ
চার দিনের অবস্থানেও পল্লী বিদ্যুৎকর্মীদের সঙ্গে যোগাযোগ করেনি কেউ