X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

আবাহনীর দাবি, ভিডিও আম্পায়ার ভয়ে সিদ্ধান্ত দিতে পারেননি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০২১, ১৯:৩৫আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ১৯:৩৫

এক গোলে পিছিয়ে ছিল আবাহনী লিমিটেড। ম্যাচে ফেরার দারুণ সুযোগ পেয়েও পারেনি। বল জালে জড়ালেও আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে গোল পায়নি। শেষ পর্যন্ত ক্লাব কাপ হকিতে ৩-০ গোলে মেরিনার ইয়াংসের কাছে হেরে ট্রফি হারাতে হয়েছে আবাহনীকে। আম্পায়ারের গোল না দেওয়ার ওই সিদ্ধান্ত কিছুতেই মানতে পারছে না ঢাকার্ ঐতিহ্যবাহী ক্লাবটি। ম্যাচশেষে বাজে আম্পারিং নিয়ে হা-পিত্যেশ করতে দেখা গেছে আকাশী-নীল জার্সিধারীদের।

আজ (শনিবার) মওলানা ভাসানী স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ার্টারে মেরিনার্স এগিয়ে যায়। ২০ মিনিটে মিলন হোসেনের পাসে সোহানুর রহমান জোরালা হিটে লক্ষ্যভেদ করেন।

তৃতীয় কোয়ার্টারে আবাহনীর ‘গোল বাতিল’ নিয়ে ম্যাচ প্রায় ২০ মিনিট খেলা বন্ধ ছিল। ৫২ মিনিটে ভারতীয় ফরোয়ার্ড বেলিগামা বাহরানের হিট পোস্টে গেলেও আম্পায়ার গোলের বাঁশি দেননি। ভিডিও প্রযুক্তি দেখে আম্পায়াররা আগের সিদ্ধান্তে অটল থাকেন।

আম্পায়ারের এই সিদ্ধান্তে আবাহনীর উপদেষ্টা কোচ মাহবুব হারুনের বেশ আপত্তি। ম্যাচ শেষে বিষণ্ন মনে বলেছেন, ‘দুঃখজনক বিষয়, ভিডিও আম্পায়ার ভয়ে সিদ্ধান্ত দিতে পারেননি। ২০ মিনিট সময় নিয়েছেন। আম্পায়ার লাকিও গোল দিতে ভয় পাচ্ছিল। ওই সিদ্ধান্তে গোল হলে ম্যাচের মোড় ঘুরে যেত। তখন হয়তো ম্যাচের ফল অন্যরকম হতে পারতো।’

তবে এই ম্যাচে আবাহনী জেতার মতো খেলতে পারেনি, তা স্বীকার করে নিয়ে আবাহনীর এই সাবেক তারকা খেলোয়াড়, ‘আমার টিম খেলতে পারেনি মোটেও। মেরিনার্স জেতার মতোই খেলেছে। মেরিনার্সের বিদেশি চারজনই খুব ভালো। সেই তুলনায় আমাদের বিদেশি মোটেও মানে ভালো না। আমার দেশি খেলোয়াড় খেললে এমন খেলতো না।’

মেরিনার্স কোচ মামুনুর রশীদ চ্যাম্পিয়ন হয়ে খুশি, ‘আমাদের যে গেমপ্লান ছিল, সেটা হলো এখানে প্রথম দুই কোয়ার্টারে গোল খাবো না। আবাহনীর ফিটনেস সমস্যা ছিল। আমাদের পুরোপুরি ফিটনেস ছিল। আমরা জানি যে ৬০ মিনিট এক টেম্পোতে খেলতে পারবো। শেষ দিকে কাউন্টার অ্যাটাক ভিত্তিতে খেলেছি। সফল হয়েছি। তবে আবাহনীর গোল বাতিলের সিদ্ধান্তটা সঠিক ছিল।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুদকের মামলায় খালাস পেলেন হানিফ পরিবহনের মালিক
দুদকের মামলায় খালাস পেলেন হানিফ পরিবহনের মালিক
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবার অস্ত্র মামলায় রিমান্ডে
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবার অস্ত্র মামলায় রিমান্ডে
প্রথম সেট হেরেও কোয়ার্টার ফাইনালে আলকারেজ
প্রথম সেট হেরেও কোয়ার্টার ফাইনালে আলকারেজ
চিকিৎসা ব‍্যয়ভার বিতর্ক: যা বললেন ফরিদা পারভীনের ছেলে
চিকিৎসা ব‍্যয়ভার বিতর্ক: যা বললেন ফরিদা পারভীনের ছেলে
সর্বাধিক পঠিত
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন