প্রিমিয়ার হকি লিগের দলবদলের সিদ্ধান্ত হয়েছে আজ শনিবার। ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে হকি লিগের দলবদল। এছাড়া ফেব্রুয়ারি থেকে হকি টুর্নামেন্ট বা লিগ মাঠে গড়ানোর সিদ্ধান্তও হয়েছে।
২০২১ সালের পর প্রথমবার হকি লিগের উদ্যোগ নিয়েছে ফেডারেশন।
গত বছরই লিগ আয়োজনের পরিকল্পনা ছিল। সভায় এনিয়ে আলোচনাও হয়েছিল। কিন্তু ক্লাবগুলো জাতীয় সংসদ নির্বাচনের পরে খেলার ব্যাপারে মতামত দেয়। নির্বাচন হয়েছে গত ৭ জানুয়ারি। এক সপ্তাহের মধ্যে ফেডারেশন লিগ কমিটি দলবদলের সিদ্ধান্ত নিয়েছে।
জানা গেছে, ২০ ফেব্রুয়ারি শহীদ স্মৃতি হকি প্রতিযোগিতা দিয়ে এই বছর মাঠের খেলা শুরু হতে পারে।