X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

দেশে ফিরেই পদত্যাগপত্র জমা দেবেন প্রধান নির্বাচক ফারুক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০১৬, ০১:৩৬আপডেট : ২০ জুন ২০১৬, ০৮:১৫

ফারুক আহমেদ নির্বাচক পদ্ধতি দ্বি-স্তর বিশিষ্ট করায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক ফারুক আহমেদ। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে থাকা সাবেক এই অধিনায়ক দেশে ফিরেই পদত্যাগপত্র জমা দেবেন বলে জানা গেছে।
গত কিছুদিনের তুমুল আলোচনা-সমালোচনার পরও রবিবার বোর্ড সভাতে দ্বি-স্তর নির্বাচক কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আরও পড়তে পারেন: বিশেষ অভিযানকে পূর্ণ সমর্থন দিল্লির
বিদেশে যাওয়ার আগেই তিনি বাংলা ট্রিবিউনকে জানিয়েছিলেন, নতুন কাঠামো চালু হলে সেখানে থাকবেন না তিনি।
তবে রবিবার সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বোর্ড দ্বি-স্তর নির্বাচক কমিটি অনুমোদন দেওয়ায় তিনি প্রধান নির্বাচকের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন।
এ প্রসঙ্গে তিনি বলেন,‘এই কাঠামোয় আমার পক্ষে কাজ করা সম্ভব হবে না। নির্বাচকদের কাজ হওয়া উচিত স্বাধীন। কিন্তু এখানে সেই স্বাধীনতাই থাকবে না। আমরা দল নির্বাচন করার পর যদি সেটি নিয়ে আরেকটি কমিটির কাছে যেতে হয়,তাহলে আমাদের বিচারের মূল্য থাকে না।’
নতুন কাঠামো অনুযায়ী, ফারুকদের নির্বাচক কমিটির নাম হয়ে যাচ্ছে নির্বাচক প্যানেল। আরেকটি থাকছে নির্বাচক কমিটি। যার আহ্বায়ক ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান। এখানে থাকবেন জাতীয় দলের কোচ ও ম্যানেজার। সঙ্গে নির্বাচক প্যানেলের তিনজন।
প্রধান নির্বাচক বলেন,‘তার এই পদক্ষেপ শুধু নিজের সম্মানের কারণে নয়,প্রচলিত,প্রমাণিত ও সফল একটি সিস্টেম বদলে ফেলার প্রতিবাদে।’
উল্লেখ্য,২০১৩ সালের ডিসেম্বরে এই মেয়াদে প্রধান নির্বাচকের দায়িত্ব নিয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। এর আগে দায়িত্বে ছিলেন ২০০৩ থেকে ২০০৭ পর্যন্ত। দুই মেয়াদে উপহার দিয়েছেন অনেক তরুণ প্রতিভা। তার মেয়াদে দল পেয়েছে স্মরণীয় অনেক সাফল্য।
আরও পড়তে পারেন: আলেমদের ফতোয়ায় সন্তুষ্ট ভারত

/আরআই/এমএসএম /

সম্পর্কিত
সর্বশেষ খবর
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
ভাটারায় ছেলেকে আগুন থেকে বাঁচাতে গিয়ে বাবা- মাসহ আরও তিনজন দগ্ধ
ভাটারায় ছেলেকে আগুন থেকে বাঁচাতে গিয়ে বাবা- মাসহ আরও তিনজন দগ্ধ
সর্বাধিক পঠিত
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল