X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

যে কারণে লন্ডন থেকে ফিরছেন তামিম

স্পোর্টস ডেস্ক
১২ জুলাই ২০১৭, ০৮:৪১আপডেট : ১২ জুলাই ২০১৭, ১০:৩৫

কাউন্টি দল এসেক্সের প্র্যাকটিস সেশনে তামিম ইকবাল (ছবি- ফেসবুক থেকে নেওয়া)

লন্ডনে সস্ত্রীক রাতের খাবার খেয়ে রেস্টুরেন্ট থেকে বাসায় ফিরছিলেন বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল। ঠিক তখনই কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তাদের ধাওয়া করে। দৌড়ে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটেন তারা এবং আক্রমণের হাত থেকে রক্ষাও পান। এ ঘটনার পর আতঙ্কিত তামিম সোমবার (১০ জুলাই) রাতেই লন্ডন থেকে স্ত্রী-ছেলে নিয়ে দেশের বিমান ধরেন।

আট ম্যাচ খেলার কথা থাকলেও এক ম্যাচ খেলেই এসেক্স থেকে তামিম দেশে ফিরছেন। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির একাধিক সূত্র এসব কথা জানিয়েছে।

বিসিবির এক বোর্ড পরিচালক বলেছেন, ‘তামিম ও তার পরিবারকে ধাওয়া করেছিল কয়েকজন লোক। দৌড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ায় তাদের কিছু হয়নি। এ ঘটনার পরই তামিম দেশে চলে আসার সিদ্ধান্ত নেন।’ আক্রমণকারীদের হাতে এসিড ছিল বলেও শুনেছেন তিনি।

তবে এ নিয়ে তামিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ব্যক্তিগত কারণেই দেশে ফিরছি। এ ব্যাপারে আর কিছু বলতে চাই না।'

কাউন্টি দল এসেক্সও তাদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, ব্যক্তিগত কারণে এসেক্স ছাড়ছেন তামিম।

বিসিবির অন্য একটি সূত্র জানায়, ‘তামিম ও তার পরিবারকে ধাওয়া করেছিল কয়েকজন লোক। দৌড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ায় তাদের কিছু হয়নি। এ ঘটনার পরই তামিম দেশে চলে আসার সিদ্ধান্ত নেয়।’
সূত্রের ধারণা, ‘তামিমের স্ত্রী হিজাব পরেন। হয়তো সে কারণেই তাদের টার্গেট করা হয়েছে।’ তবে ঘটনাটা লন্ডনের ঠিক কোন জায়গায় ঘটেছে, সেটা নির্দিষ্ট করে জানাতে পারেনি কোনও সূত্র-ই।

গত ৭ জুলাই এসেক্সের হয়ে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট খেলতে ইংল্যান্ডে যান তামিম, সঙ্গে ছিলেন স্ত্রী ও ছেলে। দেশে ফেরার কথা ছিল আগামী মাসের শুরুতে। পরিবার নিয়ে থাকতে লন্ডনে এক মাসের জন্য একটি বাসাও ভাড়া নিয়েছিলেন তিনি।

/এমএ/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
স্বাস্থ্য সহকারী পদে লিখিত পাস করে মৌখিকে প্রক্সি দিতে এসে ধরা
স্বাস্থ্য সহকারী পদে লিখিত পাস করে মৌখিকে প্রক্সি দিতে এসে ধরা
একক নয়, বাকশাল ছিল একটি জাতীয় দল: ওবায়দুল কাদের
একক নয়, বাকশাল ছিল একটি জাতীয় দল: ওবায়দুল কাদের
চীন সফর: শি’র মন জয়ের চেষ্টায় ব্যস্ত ছিলেন পুতিন
চীন সফর: শি’র মন জয়ের চেষ্টায় ব্যস্ত ছিলেন পুতিন
খেটে খাওয়া মানুষের ভাগ্যোন্নয়নের বাজেট দাবি
খেটে খাওয়া মানুষের ভাগ্যোন্নয়নের বাজেট দাবি
সর্বাধিক পঠিত
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
কোথায় কীভাবে কেএনএফ সদস্যদের প্রশিক্ষণ দেয়, জানালেন নারী শাখার প্রধান
কোথায় কীভাবে কেএনএফ সদস্যদের প্রশিক্ষণ দেয়, জানালেন নারী শাখার প্রধান