X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

পুরানকে ফেরালেন সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০১৯, ১৭:৫১আপডেট : ১৭ জুন ২০১৯, ১৮:৩৩

সাকিবের উদযাপন বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে বাংলাদেশ টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠিয়েছে। ৩২.২ ওভারে ৩ উইকেটে ১৫৯ রান করেছে ক্যারিবিয়ানরা। শাই হোপের সঙ্গে ক্রিজে নতুন ব্যাটসম্যান হিসেবে নেমেছেন শিমরন হেটমায়ার।

আবারও সাকিব আল হাসান আঘাত করেছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনে। নিজের সপ্তম ওভারে নিকোলাস পুরানকে ফিরিয়ে দ্বিতীয় উইকেট তুলে নিয়েছেন এই বাঁহাতি স্পিনার। লং অনে সৌম্য সরকারকে ক্যাচ দেন উইন্ডিজ ব্যাটসম্যান। তার ৩০ বলে ২৫ রানের ইনিংসে ছিল দুটি চার ও একটি ছয়।

পুরানের সঙ্গে ৩৭ রানের জুটি গড়ার পথে ৭৫ বলে হাফসেঞ্চুরি করেন হোপ।

সাকিবের শিকার লুইস

ক্রিস গেইলকে ফিরিয়ে দারুণ শুরু হয়েছিল বাংলাদেশের। কিন্তু সেই ধাক্কা ওয়েস্ট ইন্ডিজ কাটিয়ে ওঠে হোপ ও এভিন লুইসের জুটিতে। অবশেষে তাদের ১১৬ রানের শক্ত ‍জুটি ভেঙেছেন সাকিব আল হাসান।

সাকিবের তৃতীয় ওভারে লং অফে বদলি ফিল্ডার সাব্বির রহমানকে ক্যাচ দিয়েছেন লুইস। ৬৭ বলে ৬টি চার ও ২টি ছয়ে ৭০ রান করেন এই ওপেনার।

হোপ-লুইস জুটি ভাঙতে লড়ছে বাংলাদেশ

মাত্র ৬ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর শাই হোপ ও এভিন লুইস সতর্ক হয়ে ব্যাট করছেন। শুরুর ধাক্কা তারা সামলে নেন একশ ছাড়ানো জুটিতে। ৫৮ বলে ফিফটি করেন লুইস।

সাইফের উইকেট উদযাপন গেইলকে বিদায় করলেন সাইফ

পাকিস্তানের বিপক্ষে ৫০ রান করার পর থেকে ফর্মে নেই ক্রিস গেইল। ভালো শুরু এনে দিতে পারেননি পরে আরও দুই ম্যাচ খেলে। বাংলাদেশের বিপক্ষে আরও বাজে অবস্থা। ১৩ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি।

চতুর্থ ওভারের দ্বিতীয় বলে মোহাম্মদ সাইফউদ্দিনের শিকার হন তিনি মুশফিকুর রহিমকে ক্যাচ দিয়ে। দলীয় ৬ রানে ক্যারিবিয়ান ওপেনারকে ফিরিয়ে প্রতিপক্ষকে চেপে ধরেছে বাংলাদেশ।

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের পঞ্চম ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। এই ম্যাচে একাদশে পরিবর্তন এনেছে তারা। মোহাম্মদ মিঠুনের জায়গায় ঢুকেছেন লিটন দাস।

আবার ক্যারিবীয় দলেও একটি পরিবর্তন এসেছে। কার্লোস ব্র্যাথওয়েটের বদলে এসেছেন ড্যারেন ব্রাভো। আন্দ্রে রাসেলের খেলা নিয়ে সংশয়ে ছিল ক্যারিবিয়ানরা। কিন্তু তিনি মাঠে নেমেছেন।

বাংলাদেশ: মাশরাফি মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহমান, মাহমুদউল্লাহ, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ: জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ, ড্যারেন ব্রাভো, নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, আন্দ্রে রাসেল, শেলডন কট্রেল, ওশানে থমাস ও শ্যানন গ্যাব্রিয়েল।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’