কাতার বিশ্বকাপের বাছাই পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী ১০ সেপ্টেম্বর। আফগানিস্তানের বিপক্ষে এই লড়াইয়ের আগে প্রথম প্রস্তুতি ম্যাচে হেরে গেছে জেমি ডের শিষ্যরা। তাজিকিস্তানের এফসি কুকতোশের কাছে তারা হেরেছে ২-০ গোলে।
ম্যাচের ভেন্যু তাজিকিস্তানের পরিবেশ ও আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে আগেই সেখানে গিয়েছে লাল-সবুজ দল। দুশানবেতে অনুশীলনের পাশাপাশি দুটি প্রস্তুতি ম্যাচও খেলছে লাল-সবুজ দল, এর প্রথমটি হলো মঙ্গলবার।
ম্যাচের দুই অর্ধে হয়েছে দুটি গোল। ১২ মিনিটে প্রথম গোল হজম করে বাংলাদেশ। এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। কিন্তু বিরতির পরও ঘুরে দাঁড়াতে পারেনি। বরং ৬৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। ইংলিশ কোচ ঘুরিয়ে ফিরিয়ে দলের প্রায় সব খেলোয়াড়কের পরখ করেছেন।
আগামী বৃহস্পতিবার বাংলাদেশ দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে, তাজিকিস্তানের শীর্ষ লিগের অন্যতম দল সিএসকে পামিরের বিপক্ষে।