X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

নেইমারের গোলে হার এড়ালো ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩৮আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪২

নেইমারের গোল উদযাপন লম্বা সময় পর মাঠে ফিরলেন নেইমার। জাতীয় দল ব্রাজিলের জার্সি দিয়ে ফিরেই গোল পেয়েছেন এই তারকা। তার এই লক্ষ্যভেদেই আবার হার এড়িয়েছে ব্রাজিল। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে পিছিয়ে পড়ে ২-২ গোলে ড্র করে মাঠ ছেড়েছে সেলেসাওরা।

এ বছরের কোপা আমেরিকার আগে অ্যাঙ্কেলের চোটে ছিটকে যান নেইমার। এরপর আর মাঠে ফেরা হয়নি পারিস সেন্ত জার্মেই ফরোয়ার্ডের। এর মধ্যে বার্সেলোনায় ফেরার আলোচনা জোট বাঁধায় ফিট হলেও মাঠে নামার সুযোগ হয়নি। ব্রাজিলের জার্সি দিয়ে এবারের মৌসুমে প্রথমবার মাঠে নামলেন নেইমার।

শনিবার বাংলাদেশ সময় সকালে ‍মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কলম্বিয়ার বিপক্ষে মুখোমুখি হয়েছিল ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা শুরুতে এগিয়ে গেলেও লুইস মুরিয়েলের জোড়া লক্ষ্যভেদে পিছিয়ে পড়ে। তবে নেইমার জাল খুঁজে পেলে ড্র নিয়ে মাঠ ছাড়তে পেরেছে ব্রাজিল।

লম্বা সময় মাঠের বাইরে থাকলেও সেলেসাও কোচ তিতে শুরুর একাদশে রেখেছিলেন নেইমারকে। সাবেক বার্সেলোনা তারকার সহায়তায় শুরুতে এগিয়েও গিয়েছিল ব্রাজিল। ম্যাচ ঘড়ির ১৯ মিনিটে নেইমারের নেওয়া কর্নার থেকে হেড করে লক্ষ্যভেদ করেন কাসেমিরো।

অবশ্য লিডটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ব্রাজিল। ২৫ মিনিটে পেনাল্টি থেকে ‍ম্যাচে নিজের প্রথম গোল করেন মুরিয়েল। নিজেদের বক্সের ভেতর ব্রাজিল ডিফেন্ডার আলেক্স সান্দ্রো ফাউল করলে রেফারি বাজান পেনাল্টি বাঁশি। স্পট কিক থেকে লক্ষ্যভেদ করতে ভুল হয়নি মুরিয়েলের।

৩৪ মিনিটে এই ফরোয়ার্ড আবারও জাল খুঁজে পেলে উল্টো লিড নেয় কলম্বিয়া। দুভান জাপাতার পাস থেকে লক্ষ্যভেদ করেন ২৮ বছর বয়সী মুরিয়েল।

২-১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যাওয়া ব্রাজিল দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণ চালিয়েছে সমতায় ফিরতে। অবশেষে তারা সফল হয় ৫৮ মিনিটে। জাতীয় দলের জার্সিতে ফেরাটা গোল উদযাপন করে রাঙিয়ে নেন নেইমার। দানি আলভেসের ক্রস থেকে ছোট বক্সের সামনে থেকে লক্ষ্যভেদ করেন দলবদলে বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়। এরপর আর কোনও দল গোল করতে না পারায় ড্র’তে শেষ হয়েছে ম্যাচ। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক