X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

ভারতকে হারানোর বিশ্বাস বাংলাদেশ কোচের

স্পোর্টস ডেস্ক
০৯ নভেম্বর ২০১৯, ১৯:১৭আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ১৯:৩১

রাসেল ডোমিঙ্গো ভারতের মাটিতে ভারতকে হারানোর দারুণ কীর্তি গড়েছিল বাংলাদেশ প্রথম টি-টোয়েন্টিতে। দ্বিতীয় ম্যাচেও ব্যাট হাতে দুর্দান্ত শুরু হয়েছিল তাদের। কিন্তু কিছু ভুলে শেষটা হয়েছে ব্যর্থতায়। তাতে আত্মবিশ্বাসে চিড় ধরেনি ক্রিকেটারদের মনে। কোচ রাসেল ডোমিঙ্গোর বিশ্বাস, রবিবার সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে বাংলাদেশ হারাতে পারবে ভারতকে।

নাগপুরে শেষ টি-টোয়েন্টিতে বাঁচা-মরার লড়াইয়ে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে তাদের আত্মবিশ্বাস যোগাচ্ছে ৭ উইকেটে প্রথম ম্যাচ জয়ের স্মৃতি। টানা ৮ ম্যাচ হারের পর প্রথমবার টি-টোয়েন্টিতে ভারতকে হারায় তারা। স্বাগতিকদের অনভিজ্ঞ বোলিং লাইনআপের বিরুদ্ধে ব্যাটসম্যানরা তাদের সাধ্যমতো খেললে জেতা সম্ভব মনে করছেন দক্ষিণ আফ্রিকান কোচ।

ঘরের মাঠে ভারত অদম্য, তাই স্বাগতিকদের ফেভারিট মানছেন ডোমিঙ্গো। কিন্তু বাংলাদেশকে নিয়েও সম্ভাবনা দেখছেন তিনি প্রথম দুই ম্যাচের পারফরম্যান্সের কারণে, ‘প্রথম ম্যাচে ভালো পারফরম্যান্স ছিল এবং দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে দারুণ অবস্থায় ছিলাম আমরা, কিন্তু ব্যাটিংয়ে সম্ভবত কিছু ভুল হয়েছিল। তবে আমরা যদি ম্যাচ নিয়ন্ত্রণ করতে পারি এবং আমাদের সম্ভাবনা অনুযায়ী খেলতে পারি তবে ভারতকে কঠিন পরিস্থিতির মুখোমুখি করতে পারবো। এমনকি হারাতেও পারবো।’

এজন্য ভারতের অনভিজ্ঞ বোলিং আক্রমণকে চাপে রাখতে হবে বললেন বাংলাদেশ কোচ, ‘এটা আর গোপন নেই যে তাদের বোলিং আক্রমণ কিছুটা অনভিজ্ঞ। যদি ভালোভাবে ব্যাট করতে পারি এবং কৌশল কাজে লাগাতে পারি তাহলে তাদের বোলিং আক্রমণ চাপে থাকবে। হ্যাঁ, তারা ভালো দল। কিন্তু আমরা আমাদের সেরা ব্যাটিং করতে পারলে তাদের বোলারদের চাপে রাখা সম্ভব।’

২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার কোচ হিসেবে শেষবার নাগপুরে এসেছিলেন ডোমিঙ্গো। তৃতীয় টেস্টে মাত্র আড়াই দিনে হার মানে তার দল, ভারতীয় স্পিনাররা আদায় করে তাদের ২০ উইকেটের সবগুলো। ওই অভিজ্ঞতা থেকে ডোমিঙ্গো বললেন, এই ম্যাচে স্পিনারদের বড় ভূমিকা থাকবে, ‘পিচটা দেখতে এবার বেশ ভালো লাগছে। নাগপুরে রাজকোটের চেয়ে কম স্কোর হয়ে থাকে। ওখানে গড় স্কোর ছিল ১৮৫, আর এখানে ১৫৫। আমার মনে হয়, রাজকোটের চেয়ে এখানে বড় ভূমিকা রাখতে পারবে স্পিনাররা।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাষ্ট্রপতির ক্ষমার বিষয়ে নীতিমালা প্রণয়নে ঐকমত্য হয়েছে: ডা. তাহের
রাষ্ট্রপতির ক্ষমার বিষয়ে নীতিমালা প্রণয়নে ঐকমত্য হয়েছে: ডা. তাহের
মিয়ানমারে ইন্দোনেশিয়ান ইনফ্লুয়েন্সারকে ৭ বছরের কারাদণ্ড
মিয়ানমারে ইন্দোনেশিয়ান ইনফ্লুয়েন্সারকে ৭ বছরের কারাদণ্ড
মুজিববাদী সংবিধান পরিবর্তন না করে নির্বাচন হতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম
মুজিববাদী সংবিধান পরিবর্তন না করে নির্বাচন হতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম
বাংলাদেশ সমঅধিকার পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ
বাংলাদেশ সমঅধিকার পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’