X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

আশা বাঁচিয়ে রাখতে আজ জয় চাই বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০১৯, ১৩:০০আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ১৩:২৬

আশা বাঁচিয়ে রাখতে আজ জয় চাই বাংলাদেশের ২০ বছর আগে এই কাঠমান্ডুতে এসএ (তৎকালীন সাফ) গেমসে প্রথম সোনা জিতেছিল বাংলাদেশ। এবার আরও একটি পদক জেতার হাতছানি জামাল ভূঁইয়াদের। অবশ্য তেমনটি করতে হলে জামাল ভূঁইয়াদের আগে ফাইনাল নিশ্চিত করতে হবে। ফাইনালে উঠার পথে তাদের বাধা স্বাগতিক নেপাল। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে রবিবার বিকাল সোয়া পাঁচটায় শুরু হবে ম্যাচ। যেখানে স্বাগতিকদের পাহাড়সম বাধা পেরিয়েই সোনা জয়ের মিশনে থাকতে চাইছে বাংলাদেশ।

ফাইনালে উঠার মিশনে বাংলাদেশের জন্য হিসেব-নিকেষটা আবার বেশ কঠিন।  রবিবার স্বাগতিকদের হারাতে পারলেই ফাইনাল নিশ্চিত হবে। ড্র কিংবা হেরে গেলে হবে স্বপ্ন ভঙ্গ।

৩ ম্যাচে ২ জয় ও এক ড্রয়ে নেপালের অর্জন ৭ পয়েন্ট। ৪ ম্যাচে টানা ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে ফাইনালে উঠেছে ভুটান। বাংলাদেশ ৩ ম্যাচে একটি করে জয়, ড্র ও হারে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। আজ জিতলে নেপালের সমান ৭ পয়েন্ট হবে। পয়েন্টে দুই দল সমান হলেও বাইলজ অনুযায়ী হেড টু হেডে এগিয়ে বাংলাদেশ। সেক্ষেত্রে বাংলাদেশ জিতলেই ফাইনালে।

কাঠমান্ডুর মাঠে স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ জেতা যে কঠিন তা বুঝতে পারছেন বাংলাদেশের ইংলিশ কোচ জেমি ডে। তারপরেও জয়ই লক্ষ্য তার। সেজন্য ছেলেদের সেরাটা দেওয়ার আহবান জানিয়েছেন। বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, ‘নেপালের বিপক্ষে সবকিছুই আমাদের বিপক্ষে থাকবে। প্রতিকূল পরিবেশেই আমাদের ম্যাচ খেলতে হবে। যদি পুরো ম্যাচে নিজেদের খেলাটা খেলতে পারি তাহলে হয়তো ম্যাচ জেতা সম্ভব হবে।’

তারপর এই কোচ বললেন, ‘আমাদের হারানোর কিছু নেই। এটা প্রতিপক্ষ ভালো করে জানে। ম্যাচ জিতেই আমাদের ফাইনালে যেতে হবে। তাই সব উজাড় করে খেলা ছাড়া বিকল্প নেই।’

তিন ম্যাচে বাংলাদেশের পারফরম্যান্স আহামরি নয়। প্রথম ম্যাচে ভুটানের কাছে হারের পর মালদ্বীপের সঙ্গে এগিয়ে থেকেও ড্র। আর তৃতীয় ম্যাচে লঙ্কানদের বিপক্ষে এক গোলে জয়। প্রতিটি ম্যাচে স্ট্রাইকাররা বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করেছেন।

নেপালের বিপক্ষে গোল মিস করলে ফাইনাল স্বপ্ন ভঙ্গ হতেও পারে। জেমি ডে তাই বলেছেন, ‘আসলে এখানে কিছু করার নেই। স্ট্রাইকাররা তো ক্লাবে যে যার নিজের পজিশনে খেলতে পারে না। যদি খেলতে পারতো তাহলে হয়তো এত গোল মিস হতো না। এই সমস্যা আমাদের থাকবে। যতদিন তারা নিজেদের আসল পজিশন খুঁজে না পাবে।’

অধিনায়ক জামাল ভূঁইয়া অবশ্য প্রতিপক্ষকে সমীহ করে বলেছেন, ‘আমাদের এই ম্যাচ জিততেই হবে। এটাই আমাদের লক্ষ্য। নেপাল ভালো দল। তবে তারা আগের দিন ম্যাচ খেলেছে। তাদের ক্লান্তিকে আমাদের কাজে লাগাতে হবে। গোলের ‍সুযোগগুলো কাজে লাগিয়ে ম্যাচ জিততে হবে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নোয়াখালীতে সনি স্মার্ট-এর শোরুম উদ্বোধন
নোয়াখালীতে সনি স্মার্ট-এর শোরুম উদ্বোধন
তাইওয়ানে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের
তাইওয়ানে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের
নারীবান্ধব টয়লেট সুবিধা পান না ৯৩ শতাংশ নারী
জরিপের তথ্যনারীবান্ধব টয়লেট সুবিধা পান না ৯৩ শতাংশ নারী
সিলেট নগরীতে অপরাধী শনাক্তে ১১০ সিসি ক্যামেরা
সিলেট নগরীতে অপরাধী শনাক্তে ১১০ সিসি ক্যামেরা
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা