X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রংপুর রেঞ্জার্সের অধিনায়ক মোহাম্মদ নবী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০১৯, ১৫:৫৯আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ১৬:৫৬

রংপুরের জার্সি উন্মোচনে নবী। দলে সিনিয়র ক্রিকেটার জহুরুল ইসলাম অমি থাকলেও অধিনায়ক হিসেবে মোহাম্মদ নবীর নাম ঘোষণা করেছে রংপুর রেঞ্জার্স। ফলে বঙ্গবন্ধু বিপিএলে রংপুরের অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন আফগানিস্তানের অভিজ্ঞ এই অলরাউন্ডার। 

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে জার্সি উন্মোচন অনুষ্ঠানে  অধিনায়ক হিসেবে মোহাম্মদ নবীর নাম ঘোষণা করে রংপুর রেঞ্জার্স। দলটির পক্ষ থেকে এনায়েত হক সিরাজ সংবাদ মাধ্যমকে জানান, ‘দলের দায়িত্ব মোহাম্মদ নবীর হাতে তুলে দিচ্ছি। তার নেতৃত্বেই এবার রংপুর বিপিএল মাতাবে।’

একটি শক্তিশালী পেস বোলিং ইউনিট বলতে যা বোঝায় তাই আছে রংপুর রেঞ্জার্সের। বাংলাদেশের দুই সেরা পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান তো আছেনই। আরও আছেন পাকিস্তানি পেসার জুনায়েদ খান। নবীও তার বোলিং আক্রমণ নিয়ে আশাবাদী, ‘ওরা থাকায় আমাদের দল শক্তিশালী বোলিং ইউনিট হিসেবে খেলতে পারবে। জুনায়েদ খান আছে সেও খুবই ভালো। আমরা কিছু রান বোর্ডে তুলতে চেষ্টা করবো। তারপর বোলিংটা ভালো করতে চেষ্টা করবো।’

অবশ্য সম্প্রতি মোস্তাফিজুর রহমানের যে ফর্ম তাতে নবীর এই পরিকল্পনা হোঁচট খেতে পারে। তবে কাটার মাস্টারের ফর্মহীনতা নিয়ে মোটেও ভাবছেন না নবী, ‘ফর্মে নেই, এটা আমাদের জন্য ভাবনার কোনো কারণই না। সে ফর্মে ফিরবে। আমরা আসলে একটি ইউনিট বা একটি দল হিসেবে খেলবো। আমরা তার সমস্যা নিয়ে আলোচনা করব। প্রতিটি ম্যাচের জন্যই আমাদের আলাদা পরিকল্পনা থাকবে। আমরা একসঙ্গে কাজ করবো।’

মঙ্গলবারের অনুষ্ঠানে আরও একটি নতুন তথ্য জানা গেলো। এতদিন দলটি ছিল বিসিবির অধীনে। যেখানে দলের পরিচালক ছিলেন আকরাম খান। এখন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস রংপুরের স্পন্সর পার্টনার হওয়ায় প্রতিষ্ঠানটির অন্যতম শীর্ষ কর্মকর্তা এনায়েক হক সিরাজ এই দায়িত্ব পালন করবেন।

এ প্রসঙ্গে এনায়েত হক সিরাজ বলেছেন, ‘এটা আসলে ঘটনাচক্রে হয়েছে। যেহেতু আমি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের মালিক, আমাদের দল যখন এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। সেখানে আমার তো ভূমিকা থাকবে। এই দলে আকরাম ছিল এখানে আর আমি ছিলাম রাজশাহীতে। আমাকে বোর্ড থেকে এমনটি বলা হয়েছে।  আর রাজশাহীতে কে যাবে সেটা আমি জানি না। তবে আকরাম আমার সঙ্গেই থাকবে।’

রংপুর রেঞ্জার্স স্কোয়াড : মোস্তাফিজুর রহমান, নাইম শেখ, আরাফাত সানি, জহুরুল ইসলাম, তাসকিন আহমেদ, জাকির হাসান, ফজলে মাহমুদ রাব্বি, নাদিফ চৌধুরী, সঞ্জিত সাহা,  মোহাম্মদ নবী (অধিনায়ক), শাই হোপ, ক্রিস গ্রেগরি, ক্যামেরন ডেলপোর্ট।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!