X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

বেপরোয়া রোহিতের রিভিউ এবং...

স্পোর্টস ডেস্ক
১৭ জানুয়ারি ২০২০, ১৬:০৩আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ১৬:২৩

বেপরোয়া রোহিতের রিভিউ এবং... মঙ্গলবার মুম্বাইয়ে ভারতকে বলতে গেলে দলে-পিষে ১০ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। ভারত নিজেরা বিব্রত, গোটা ক্রিকেট বিশ্বই চমকে গেছে- ঘরের মাঠে ভারতকে এভাবেও হারানো যায়! হ্যাঁ, ঘরের মাঠে ভারতকে হারানো কঠিন। তবুও বাস্তবতা যে অ্যারন ফিঞ্চের দল তাদের হারালো এবং বিচ্ছিরিভাবে। আরেক দিক দিয়ে যদি ভাবেন, এই অস্ট্রেলিয়াই কিন্তু প্রায় ‘অজেয়’ হয়ে ওঠা ভারতকে পিছিয়ে পড়েও হারিয়ে গেছে মাত্রই আগের দ্বিপক্ষীয় সিরিজটিতে। প্রথম দুই ম্যাচ জিতে তৃতীয় ওয়ানডেতে যখন সিরিজ পকেটে পুরে ফেলার লক্ষ্যে মাঠে নেমেছে বিরাট কোহলির দল, সেখান থেকেই ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। এবং শেষ তিন ম্যাচ টানা জিতে সিরিজ জয় করে ৩-২ ব্যবধানে। সেই হিসেবে মুম্বাইয়ে সর্বশেষ জয় ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার টানা চতুর্থ। খুব বেশি দলের এমন রেকর্ড নেই।
আজ (শুক্রবার) রাজকোটে তাই বিরাট চ্যালেঞ্জ বিরাট কোহলির দলের। একে তো সিরিজটা বাঁচিয়ে রাখতে জিততেই হবে, তার ওপর অস্ট্রেলিয়ার কাছে টানা পাঁচ ম্যাচ হারের লজ্জাটাকে রুখতে হবে।

টসে হারা ভারত ব্যাটিং পেয়ে শুরুটা দুর্দান্তই করেছে। সতর্ক অথচ আক্রমণাত্মক ব্যাটিংয়ে রোহিত শর্মা ও শিখর ধাওয়ান ওপেনিংয়ে গড়েছেন ৮১ রানের জুটি। জুটিটা আরও লম্বা হবে বলেই মনে হচ্ছিল, কিন্তু হঠাৎই অ্যাডাম জাম্পার লেগ ব্রেকে এলবিডাব্লিউ হয়ে যান। ৪২ রানে আউট হওয়ার আগে খামোখাই রিভিউটা নষ্ট করে গেছেন ‘হিটম্যান’।

আর মাত্র ৪ করতে পারলে ওয়ানডেতে ৯ হাজার রান পূর্ণ হতো রোহিতের। আর সেটি হলে ওয়ানডে ক্রিকেটের তিন কিংবদন্তি সৌরভ গাঙ্গুলী (২২৮ ইনিংস), শচীন টেন্ডুলকার (২৩৫ ইনিংস) ও  ব্রায়ান লারাকে (২৩৯ ইনিংস) পেছনে ফেলতেন। হতেন ওয়ানডেতে তৃতীয় দ্রুততম সময়ে ৯ হাজার রান সংগ্রাহক। অবশ্য সেই সুযোগ তার এখনও আছে। ৯ হাজার ওয়ানডে রান সংগ্রহের বেলায় রোহিতের ওপরে আছেন দুজন- এবি ডি ভিলিয়ার্স (২০৫ ইনিংস) ও তার অধিনায়ক বিরাট কোহলি (১৯৪ ইনিংস)। ২১৫ ইনিংসে ৮ হাজার ৯৫৪ রান নিয়ে খেলতে নামা রোহিত আউট হয়ে গেলেন ৮ হাজার ৯৯৬ রানে।

বাকি ৪ রান আজই করতে চেয়েছিলেন বলে মরিয়া হয়ে রোহিত বাজে একটা রিভিউ নিয়েছেন, ব্যাপারটি এমন নয়। আসলে ভারতের বেপরোয়া মনোভাবটাই তিনি প্রকাশ করেছেন। কোনও অবস্থাতেই অস্ট্রেলিয়াকে এ ম্যাচে সুযোগ দেওয়া যাবে না! আর রোহিত ক্রিজে টিকে থাকলে তো এটাই সত্যি যে, প্রতিপক্ষ দলের সুযোগ কমে যায়!

/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
এবার কি ফুটপাত দখলমুক্ত হবে?
এবার কি ফুটপাত দখলমুক্ত হবে?
ডায়ালাইজার কিটে শুল্ক কমানোর দাবি
ডায়ালাইজার কিটে শুল্ক কমানোর দাবি
গানে-কবিতায় রবীন্দ্রজয়ন্তী উদযাপন সঙ্গীতালয়ের
গানে-কবিতায় রবীন্দ্রজয়ন্তী উদযাপন সঙ্গীতালয়ের
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ