X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

বেপরোয়া রোহিতের রিভিউ এবং...

স্পোর্টস ডেস্ক
১৭ জানুয়ারি ২০২০, ১৬:০৩আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ১৬:২৩

বেপরোয়া রোহিতের রিভিউ এবং... মঙ্গলবার মুম্বাইয়ে ভারতকে বলতে গেলে দলে-পিষে ১০ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। ভারত নিজেরা বিব্রত, গোটা ক্রিকেট বিশ্বই চমকে গেছে- ঘরের মাঠে ভারতকে এভাবেও হারানো যায়! হ্যাঁ, ঘরের মাঠে ভারতকে হারানো কঠিন। তবুও বাস্তবতা যে অ্যারন ফিঞ্চের দল তাদের হারালো এবং বিচ্ছিরিভাবে। আরেক দিক দিয়ে যদি ভাবেন, এই অস্ট্রেলিয়াই কিন্তু প্রায় ‘অজেয়’ হয়ে ওঠা ভারতকে পিছিয়ে পড়েও হারিয়ে গেছে মাত্রই আগের দ্বিপক্ষীয় সিরিজটিতে। প্রথম দুই ম্যাচ জিতে তৃতীয় ওয়ানডেতে যখন সিরিজ পকেটে পুরে ফেলার লক্ষ্যে মাঠে নেমেছে বিরাট কোহলির দল, সেখান থেকেই ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। এবং শেষ তিন ম্যাচ টানা জিতে সিরিজ জয় করে ৩-২ ব্যবধানে। সেই হিসেবে মুম্বাইয়ে সর্বশেষ জয় ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার টানা চতুর্থ। খুব বেশি দলের এমন রেকর্ড নেই।
আজ (শুক্রবার) রাজকোটে তাই বিরাট চ্যালেঞ্জ বিরাট কোহলির দলের। একে তো সিরিজটা বাঁচিয়ে রাখতে জিততেই হবে, তার ওপর অস্ট্রেলিয়ার কাছে টানা পাঁচ ম্যাচ হারের লজ্জাটাকে রুখতে হবে।

টসে হারা ভারত ব্যাটিং পেয়ে শুরুটা দুর্দান্তই করেছে। সতর্ক অথচ আক্রমণাত্মক ব্যাটিংয়ে রোহিত শর্মা ও শিখর ধাওয়ান ওপেনিংয়ে গড়েছেন ৮১ রানের জুটি। জুটিটা আরও লম্বা হবে বলেই মনে হচ্ছিল, কিন্তু হঠাৎই অ্যাডাম জাম্পার লেগ ব্রেকে এলবিডাব্লিউ হয়ে যান। ৪২ রানে আউট হওয়ার আগে খামোখাই রিভিউটা নষ্ট করে গেছেন ‘হিটম্যান’।

আর মাত্র ৪ করতে পারলে ওয়ানডেতে ৯ হাজার রান পূর্ণ হতো রোহিতের। আর সেটি হলে ওয়ানডে ক্রিকেটের তিন কিংবদন্তি সৌরভ গাঙ্গুলী (২২৮ ইনিংস), শচীন টেন্ডুলকার (২৩৫ ইনিংস) ও  ব্রায়ান লারাকে (২৩৯ ইনিংস) পেছনে ফেলতেন। হতেন ওয়ানডেতে তৃতীয় দ্রুততম সময়ে ৯ হাজার রান সংগ্রাহক। অবশ্য সেই সুযোগ তার এখনও আছে। ৯ হাজার ওয়ানডে রান সংগ্রহের বেলায় রোহিতের ওপরে আছেন দুজন- এবি ডি ভিলিয়ার্স (২০৫ ইনিংস) ও তার অধিনায়ক বিরাট কোহলি (১৯৪ ইনিংস)। ২১৫ ইনিংসে ৮ হাজার ৯৫৪ রান নিয়ে খেলতে নামা রোহিত আউট হয়ে গেলেন ৮ হাজার ৯৯৬ রানে।

বাকি ৪ রান আজই করতে চেয়েছিলেন বলে মরিয়া হয়ে রোহিত বাজে একটা রিভিউ নিয়েছেন, ব্যাপারটি এমন নয়। আসলে ভারতের বেপরোয়া মনোভাবটাই তিনি প্রকাশ করেছেন। কোনও অবস্থাতেই অস্ট্রেলিয়াকে এ ম্যাচে সুযোগ দেওয়া যাবে না! আর রোহিত ক্রিজে টিকে থাকলে তো এটাই সত্যি যে, প্রতিপক্ষ দলের সুযোগ কমে যায়!

/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: হাফিজ উদ্দীন
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: হাফিজ উদ্দীন
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৩
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৩
কুমিল্লায় ছাত্রলীগের কমিটি ঘোষণা, শেখ ইনানকে হত্যার হুমকি
কুমিল্লায় ছাত্রলীগের কমিটি ঘোষণা, শেখ ইনানকে হত্যার হুমকি
হলমার্কের এমডি তানভীর ও তার স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড
হলমার্কের এমডি তানভীর ও তার স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড
সর্বাধিক পঠিত
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই