X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

আর ফুটবল খেলবে না বিজেএমসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০২০, ২০:৪৩আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ২০:৪৬

গত মৌসুমের বিজেএমসি ফুটবল দল ১৯৮২ সালে দ্বিতীয় বিভাগ লিগ থেকে অবনমনের পর অনেকদিন ফুটবল থেকে দূরে ছিল বিজেএমসি। ২০১২ সালে ফিরলেও তেমন ভালো করতে পারেনি। গত মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমনের পর আর ফুটবলের সঙ্গে সম্পর্ক রাখছে না তারা আগামী ২৮ মার্চ চ্যাম্পিয়নশিপ ফুটবল লিগ শুরু হওয়ার কথা। দ্বিতীয় স্তরের পেশাদার লিগটির দলবদল চলছে এখন। কিন্তু বিজেএমসি তাতে অংশ নিচ্ছে না।

বিজেএমসি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আর ফুটবলে অংশ নেবে না। তাদের অস্থায়ী ভিত্তিতে থাকা প্রায় ২৫০ জন খেলোয়াড় বাদ পড়েছেন। অর্থ সংকটের কারণে এমন সিদ্ধান্ত।

বিজেএমসির চেয়ারম্যান আব্দুর রউফ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘একটা ফুটবল ক্লাব চালাতে ৫ থেকে ৬ কোটি টাকার প্রয়োজন। গত মৌসুমের ফুটবলারদের টাকা দেওয়া হয়নি এখনও। আমাদের বছরে দেড় হাজার কোটি টাকা ভর্তুকি থাকে। এই টাকার জোগান কীভাবে আসবে তা নিয়ে চিন্তায় থাকতে হয়। শ্রমিকদের বেতন দিতে যেখানে সমস্যা, সেখানে ফুটবল দল কীভাবে চালাবো? শুধু ফুটবল নয়, আমাদের ১৮০০ জনের মতো অস্থায়ী শ্রমিক বাদ পড়েছেন। এর মধ্যে ক্রীড়াবিদরাও আছেন।’

বিজেএমসির চেয়ারম্যান অবশ্য ভবিষ্যতে ঘুরে দাঁড়াতে আশাবাদী, ‘বিজেএমসির ভবিষ্যত করণীয় নিয়ে একটা কমিটি হয়েছে। সেই কমিটি বিজেএমসি কীভাবে চলবে তা নিয়ে সুপারিশ করবে। ভবিষ্যতে অন্য খেলার দল গড়া যায় কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। স্বল্প খরচে দল গড়া নিয়ে পর্যালোচনা হচ্ছে। সেক্ষেত্রে ৮০/৯০ জন ক্রীড়াবিদকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হতে পারে। দেখা যাক কী হয়!’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক