X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

‘রাঁধুনী’ হয়ে উঠেছেন তারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০২০, ২১:১১আপডেট : ৩০ মার্চ ২০২০, ২১:২৭

সাইফ স্পোর্টিংয়ের দুই বিদেশি খেলোয়াড় দেইনার কর্দোবা (বাঁমে) ও মুরোলিমজন আখমেদভ করোনাভাইরাসের কারণে দেশের সব ফুটবল বন্ধ। আর সবার মতো ঘরবন্দি ফুটবলাররাও। স্বাভাবিকভাবেই খেলোয়াড়রদের রুটিন বদলে গেছে। আর এই তালিকায় বিদেশিরা থাকবেন তালিকার শুরুতে। ক্লাব কিংবা নিজেদের ফ্লাটে ‘বন্দি’ জীবন কাটাচ্ছেন তারা। এই সুযোগে অনেকে হয়ে উঠেছেন রাঁধুনী!

এবারের প্রিমিয়ার লিগ ফুটবলে ১৩ দলে ২৩ দেশের ৬৪ জন বিদেশি খেলোয়াড় খেলছেন। এর মধ্যে বসুন্ধরা কিংসের হার্নান বার্কোস, শেখ রাসেলের ক্রিস্টোফার হার্ড, সাইফের রুয়ান্ডার বেইসেঙ্গে আগেই দেশ ছেড়েছেন। পুলিশের যুক্তরাষ্ট্রের খেলোয়াড় সিডনি রিভেরা আজ (সোমবার) ঢাকা ছেড়েছেন। বাকি যারা আছেন, তারা ক্লাব কিংবা নিজেদের বাসায় সময় কাটাচ্ছেন। এই অবসর সময়ে তারা রান্নার হাত পরখ করে দেখছেন।

এই যেমন রহমতগঞ্জের দুই ফুটবলার- তাজিকিস্তানের ডিফেন্ডার আখপপোভ আশররোভ ও উজবেকিস্তানের ফরোয়ার্ড তুরায়েভ আখোবির ক্লাবের কাছেই একটা ফ্লাটে থাকেন। তাদের রান্নাটা অবশ্য শুধু শখের বসে নয়, নিয়মিতই খাবার তৈরি করেন তারা।

রহমতগঞ্জের ম্যানেজার জামাল সর্দার জানালেন তেমনটাই, ‘বিদেশিরা অনেকেই বাইরে যায় না। ক্লাবের স্টাফরা তাদের খাদ্যসামগ্রী কিনে দিয়ে আসে। তারা নিজেরাই রান্না করে খেতে পছন্দ করে। মুরগী, গরু, আলু, টমেটো- তাদের বেশি পছন্দ।’

আবাহনীর দুই ফরোয়ার্ড সানডে চিজোবা ও হাইতির কেরভেন্স বেলফোর্ট ক্লাবেই থাকেন। রান্না করে খাওয়াটাই তাদের পছন্দ। এজন্য অবশ্য ক্লাব থেকে সব রকমের সাহায্য পান তারা। জানা গেছে, ভাত তাদের প্রিয় খাবার। তবে ক্লাবের অন্য বিদেশি ব্রাজিলিয়ান ডিফেন্ডার মেলসন আলভেজ, কিরগিজ মিডফিল্ডার এডগার বার্নহার্ড ও মিশরের আলা নাসের ফ্লাটে থাকেন পরিবারকে নিয়ে।

সাইফের খেলোয়াড়রাও নিজেদের বাসায় বন্দি। দলটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বলেছেন, ‘খেলোয়াড়দে জন্য প্রতিদিন ১৫০০ টাকা বরাদ্দ। আমাদের স্টাফ খাদ্য সামগ্রী কিনে দেয়। বিদেশি খেলোয়াড়েরা নিজেরাই রান্না করতে পছন্দ করেন।’ কার কী ধরনের খাবার পছন্দ, সেটাও জানালেন মাহবুবুর, ‘কলম্বিয়ার দেইনার কর্দোবা পছন্দ করেন মাছ। ফ্রেঞ্চ ফ্রাই। (কিরগিজস্তানের) মুরোলিমজন আখমেদভ ঝাল জাতীয় খাবার খেতে চান না।’ দলের কোচ দ্রাগো মামিচও মাঝেমধ্যে রান্নাঘরে যেতে পছন্দ করেন।

শেখ জামালের খেলোয়াড়দের জন্য আছে আলাদা পাচক। বিষয়টি জানিয়ে দলটির ম্যানেজার আনোয়ারুল করিম হেলাল বললেন, ‘আমাদের নিজস্ব পাচক আছে। তারাই সবার জন্য রান্না করে দেয়। বিদেশিরা মাঝেমধ্যে বাইরে থেকে খাবার এনে খায়। আবার মাঝেমধ্যে রান্নাও করে।’

বসুন্ধরা ফরোয়ার্ড দানিয়েল কলিনদ্রেসও শখের বসে রান্না করে থাকেন। এছাড়া বই পড়ে কিংবা ছবি দেখে সময় কাটছে রাশিয়া বিশ্বকাপে খেলা এই কোস্টারিকান ফরোয়ার্ডের।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক