X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ম্যাচ পাতানো খেলোয়াড়ের ফাঁসি চান মিঁয়াদাদ

স্পোর্টস ডেস্ক
০৪ এপ্রিল ২০২০, ১১:৫৫আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ১২:০৩

পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান জাভেদ মিঁয়াদাদ ম্যাচ পাতানো কিংবা স্পট ফিক্সিংয়ের ঘটনা নতুন নয় পাকিস্তানের ক্রিকেটে। সবচেয়ে বড় উদাহরণ হয়ে আছে ২০১০ সালের লর্ডস টেস্ট। পরবর্তী সময়ে বিভিন্ন মেয়াদে শাস্তিও পেয়েছেন মোহাম্মদ আমির, মোহাম্মদ আসিফ ও সালমান বাট। এরপরও পাকিস্তানের ক্রিকেট থেকে ফিক্সিংয়ের অপরাধ মুছে যায়নি। তাই শুধু নিষেধাজ্ঞার শাস্তি দিয়ে লাভ হবে বলে মনে হচ্ছে না জাভেদ মিঁয়াদাদের, ক্রিকেটকে পরিছন্ন রাখতে স্পট ফিক্সারদের ফাঁসি দাবি করেছেন তিনি!

নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন পাকিস্তানের ব্যাটসম্যান শারজিল খান। করোনাভাইরাসের কারণে বন্ধ হয়ে যাওয়ার আগে খেলেছেন পাকিস্তান সুপার লিগেও (পিএসএল)। এ পর‌্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তার জন্য ‘জাতীয় দলের দরজা খুলে রাখার’ কথা জানানোর পর বিতর্কের জন্ম। আপত্তি তুলেছিলেন অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদিও ম্যাচ পাতানো কিংবা স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িতদের আন্তর্জাতিক ক্রিকেটে না ফেরানোর পক্ষে।

তারা ঘুরিয়ে-পেঁচিয়ে বললেও মিঁয়াদাদের গলা কিন্তু স্পষ্ট। কিংবদন্তি এই ব্যাটসম্যান স্পট ফিক্সারদের ফাঁসি চান। নিজের ইউটিউব চ্যানেলে মিঁয়াদাদ বলেছেন, ‘যে সব খেলোয়াড় স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকবে, তাদের কঠোর শাস্তি দেওয়া উচিত। স্পট ফিক্সারদের ফাঁসি দেওয়া উচিত, কারণ এটি কাউকে হত্যা করার মতোই অপরাধ। তাই শাস্তিটা একই হওয়া উচিত। আর এটি একটি দৃষ্টান্ত স্থাপন করবে, যাতে আর কোনও খেলোয়াড় এই ধরনের কাজ করার কথা চিন্তাও করতে পারবে না।’

স্পট ফিক্সিংয়ের শাস্তি কাটিয়ে পাকিস্তানের অনেক খেলোয়াড় আবারও খেলায় ফিরেছেন। যদিও পিসিবির তাদের ক্ষমা করাটা ঠিক হচ্ছেন না বলে মনে করেন মিঁয়াদাদ, ‘এদের মাফ করে দেওয়া ঠিক হচ্ছে না পিসিবির। যে সব লোকজন তাদের ফিরিয়ে আনছে, তাদের নিজেদের প্রতি লজ্জা হওয়া উচিত।’

সঙ্গে যোগ করেছেন, ‘আমার মতে যে সব খেলোয়াড় এই ধরনের অপরাধ করে তারা তাদের পরিবার ও বাবা-মার প্রতিও আন্তরিক নয়। ওদের আত্মাই ভলো না। মানুষের সঙ্গে ওদের কর্মকাণ্ডই ভালো না, তাই এই ধরনের মানুষের বেঁচে থাকা উচিত নয়।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়