X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

বায়ার্নের আরও কাছে ডর্টমুন্ড

স্পোর্টস ডেস্ক
২৩ মে ২০২০, ২২:৪৩আপডেট : ২৩ মে ২০২০, ২২:৫২

বরুসিয়া ডর্টমুন্ডের গোল উদযাপন করোনাভাইরাসের কারণে লম্বা সময় বন্ধ ছিল বুন্দেসলিগা। ‘ঘরবন্দি জীবনে’ ফিটনেস নিয়ে শঙ্কায় ছিলেন বরুসিয়া ডর্টমুন্ডের খেলোয়াড়রা। তবে লিগ পুনরায় চালু হওয়ার প্রথম ম্যাচেই তারা দেখিয়ে দিয়েছে কতটা প্রস্তুত হয়েছে অল্প কিছুদিনের অনুশীলনে। দাপুটে ডর্টমুন্ড পরের ম্যাচেও পেলো পূর্ণ পয়েন্ট। আজ (শনিবার) ১০ জনের ওলফসবার্গের মাঠ থেকে ফিরেছে ২-০ গোলের জয় নিয়ে।

তাতে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখের আরও কাছে চলে এসেছে তারা। ২৭ ম্যাচ শেষে দ্বিতীয় স্থানে থাকা ডর্টমুন্ড পিছিয়ে মাত্র ১ পয়েন্টে। অবশ্য বর্তমান চ্যাম্পিয়নরা তাদের চেয়ে এক ম্যাচ কম খেলেছে। অবশ্য দিনের পরের ম্যাচে এইনট্র্যাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ব্যবধান বাড়ানোর সুযোগ রয়েছে বায়ার্নের।

শালকের বিপক্ষে আগের ম্যাচে ৪-০ গোলে জিতেছিল ডর্টমুন্ড। রিভেইয়ার ডার্বির মতো পারফর্ম করতে না পারলেও ওলফসবার্গের মাঠ থেকে জয় নিয়ে ফিরতে সমস্যা হয়নি তাদের। শালকে ম্যাচে জোড়া গোল করেছিলেন রাফায়েল গুয়েরেইরো, এই ম্যাচেও তার গোলেই এগিয়ে যায় ডর্টমুন্ড। ৩২ মিনিটে জাল খুঁজে পাওয়া পর্তুগিজ মিডফিল্ডারের করোনা পরবর্তী লিগ শুরু হয়েছে স্বপ্নের মতো। চলতি বুন্দেসলিগায় তার গোল সংখ্যা গিয়ে দাঁড়ালো ৮-এ, নির্দিষ্ট কোনও মৌসুমে যা তার সর্বোচ্চ গোলের রেকর্ড।

গোলের আগে ও পরে ডর্টমুন্ডকে বেশ সংগ্রাম করতে হয়েছে। আক্রমণে উঠে মাঝেমধ্যেই সফরকারীদের রক্ষণ কাঁপিয়ে দিচ্ছিল ওলফসবার্গ। যদিও গোল করতে পারেনি। উল্টো ৭৮ মিনিটে স্বাগতিকরা দ্বিতীয় গোল হজম করে আশরাফ হাকিমি বল জালে জড়ালে।

২ গোলে পিছিয়ে পড়া ওলফসবার্গ ঘুরে দাঁড়াবে কী, উল্টো বিপদ আরও বাড়ে ফেলিক্স ক্লাস সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে। ১০ জনের দল নিয়ে ডর্টমুন্ডকে আর গোল করতে দেয়নি, এটাই হয়তো তাদের প্রাপ্তি!

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক