X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

আয়োজক অস্ট্রেলিয়াই বলছে, ‘ঝুঁকিতে’ টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক
২৯ মে ২০২০, ১৪:৪৯আপডেট : ২৯ মে ২০২০, ১৫:০২

আয়োজক অস্ট্রেলিয়াই বলছে, ‘ঝুঁকিতে’ টি-টোয়েন্টি বিশ্বকাপ সুতোয় ঝুলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য। ২০২০ সালের প্রতিযোগিতাটি হওয়ার কথা অস্ট্রেলিয়ায়। অক্টোবর-নভেম্বরে সূচি নির্ধারণ থাকলেও করোনাভাইরাসে দৃশ্যপট পাল্টে গেছে। এখনও স্থগিত কিংবা বাতিল হয়নি, তবে কুড়ি ওভারের বিশ্বকাপ হওয়া নিয়ে সংশয় রয়েছে যথেষ্ট। আয়োজক অস্ট্রেলিয়াই জানিয়েছে, ‘ঝুঁকির মুখে’ টি-টোয়েন্টি বিশ্বকাপ।

গতকাল (বৃহস্পতিবার) আইসিসির সভায় সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে। যদিও সিদ্ধান্তে আসতে পারেনি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। চূড়ান্ত সিদ্ধান্ত ঠেলে দিয়েছে ১০ ‍জুনের নির্বাহী সভায়। যদিও নির্ধারিত সময়ে প্রতিযোগিতা হওয়ার আশার আলো খুব একটা দেখছে না অস্ট্রেলিয়া। দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কেভিন রবার্টসের কণ্ঠে তেমনই সুর।

‘অবশ্যই আমরা আশা করছি অক্টোবর-নভেম্বরেই হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে বর্তমানে অবস্থান যেমন, তাতে করে বলতেই হচ্ছে বড় ঝুঁকিতে রয়েছে প্রতিযোগিতাটি।’- আজ (শুক্রবার) ভিডিও কলে সাংবাদিকদের বলেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার এই কর্তা।

নির্ধারিত সূচিতে না হলে আরও দুটি সময়ে অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে পারে বলে জানিয়েছেন রবার্টস, ‘যদি প্রতিযোগিতাটি (নির্ধারিত সময়ে) না হয়, তাহলে সেটি হতে পারে পরের বছরের ফেব্রুয়ারি-মার্চ কিংবা অক্টোবর-নভেম্বরে।’

২০২১ সালের অক্টোবর-নভেম্বরে হওয়ার সুযোগ নেই। কারণ আগামী বছরের এই সময়টাতে ভারতে রয়েছে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাছাড়া এক বছরে একই প্রতিযোগিতা দুইবার হওয়ার কথাও নয়।

চ্যাম্পিয়নস ট্রফি তুলে দেওয়ায় পরপর দুটি বিশ্বকাপের সূচি পড়ে গেছে। তাই নির্ধারিত সময়ে ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ না হলে সূচি মেলাতে কঠিন পরীক্ষার মধ্যে পড়তে হবে ক্রিকেট অস্ট্রেলিয়া ও আইসিসিকে।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া