X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

আয়োজক অস্ট্রেলিয়াই বলছে, ‘ঝুঁকিতে’ টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক
২৯ মে ২০২০, ১৪:৪৯আপডেট : ২৯ মে ২০২০, ১৫:০২

আয়োজক অস্ট্রেলিয়াই বলছে, ‘ঝুঁকিতে’ টি-টোয়েন্টি বিশ্বকাপ সুতোয় ঝুলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য। ২০২০ সালের প্রতিযোগিতাটি হওয়ার কথা অস্ট্রেলিয়ায়। অক্টোবর-নভেম্বরে সূচি নির্ধারণ থাকলেও করোনাভাইরাসে দৃশ্যপট পাল্টে গেছে। এখনও স্থগিত কিংবা বাতিল হয়নি, তবে কুড়ি ওভারের বিশ্বকাপ হওয়া নিয়ে সংশয় রয়েছে যথেষ্ট। আয়োজক অস্ট্রেলিয়াই জানিয়েছে, ‘ঝুঁকির মুখে’ টি-টোয়েন্টি বিশ্বকাপ।

গতকাল (বৃহস্পতিবার) আইসিসির সভায় সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে। যদিও সিদ্ধান্তে আসতে পারেনি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। চূড়ান্ত সিদ্ধান্ত ঠেলে দিয়েছে ১০ ‍জুনের নির্বাহী সভায়। যদিও নির্ধারিত সময়ে প্রতিযোগিতা হওয়ার আশার আলো খুব একটা দেখছে না অস্ট্রেলিয়া। দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কেভিন রবার্টসের কণ্ঠে তেমনই সুর।

‘অবশ্যই আমরা আশা করছি অক্টোবর-নভেম্বরেই হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে বর্তমানে অবস্থান যেমন, তাতে করে বলতেই হচ্ছে বড় ঝুঁকিতে রয়েছে প্রতিযোগিতাটি।’- আজ (শুক্রবার) ভিডিও কলে সাংবাদিকদের বলেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার এই কর্তা।

নির্ধারিত সূচিতে না হলে আরও দুটি সময়ে অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে পারে বলে জানিয়েছেন রবার্টস, ‘যদি প্রতিযোগিতাটি (নির্ধারিত সময়ে) না হয়, তাহলে সেটি হতে পারে পরের বছরের ফেব্রুয়ারি-মার্চ কিংবা অক্টোবর-নভেম্বরে।’

২০২১ সালের অক্টোবর-নভেম্বরে হওয়ার সুযোগ নেই। কারণ আগামী বছরের এই সময়টাতে ভারতে রয়েছে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাছাড়া এক বছরে একই প্রতিযোগিতা দুইবার হওয়ার কথাও নয়।

চ্যাম্পিয়নস ট্রফি তুলে দেওয়ায় পরপর দুটি বিশ্বকাপের সূচি পড়ে গেছে। তাই নির্ধারিত সময়ে ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ না হলে সূচি মেলাতে কঠিন পরীক্ষার মধ্যে পড়তে হবে ক্রিকেট অস্ট্রেলিয়া ও আইসিসিকে।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাভেলের বস অপি করিম!
পাভেলের বস অপি করিম!
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
ঋতুপর্ণা ইউ বিউটি!
ঋতুপর্ণা ইউ বিউটি!
গাজায় বিদ্রোহী গোষ্ঠীর নেতাকে আত্মসমর্পণের নির্দেশ দিলো হামাস
গাজায় বিদ্রোহী গোষ্ঠীর নেতাকে আত্মসমর্পণের নির্দেশ দিলো হামাস
সর্বাধিক পঠিত
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি