X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৬ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ড সফরে যাচ্ছেন না আমির-হারিস

স্পোর্টস ডেস্ক
১২ জুন ২০২০, ১১:৪২আপডেট : ১২ জুন ২০২০, ১১:৪৬

ইংল্যান্ডে যাচ্ছেন না আমির জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দিয়ে। এরই মধ্যে ইংল্যান্ডে পৌঁছে কোয়ারেন্টিন পর্ব শুরু হয়ে গেছে ক্যারিবিয়ানদের। দল দুটির প্রথম টেস্ট মাঠে গড়ানোর আগেই ইংল্যান্ডে পৌঁছানোর কথা পাকিস্তানের। স্বাগতিকদের বিপক্ষে টেস্টের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ আছে তাদের। তবে করোনাভাইরাস পরবর্তী প্রথম সিরিজে পাকিস্তান পাচ্ছে না মোহাম্মদ আমির ও হারিস সোহেলকে।

‘ব্যক্তিগত কারণে’ ইংল্যান্ড সফরে যাচ্ছেন না দলের অন্যতম সেরা দুই তারকা। আমির টেস্ট থেকে অবসর নিলেও টি-টোয়েন্টি ও ওয়ানডেতে পাকিস্তানের সেরা বোলার। যেহেতু ইংল্যান্ড সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আছে, তাই আমিরের নাম প্রত্যাহার করে নেওয়াটা পাকিস্তানের জন্য বড় ধাক্কার। অন্যদিকে টেস্টে হারিস নির্ভরযোগ্য ব্যাটসম্যান।

পাকিস্তানের ইংল্যান্ড সফরের সূচি চূড়ান্ত হয়নি, তবে আগস্টে শুরু হওয়ার কথা তিন টেস্ট ও সমান টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ। ওই আগস্টেই আমিরের স্ত্রীর দ্বিতীয় সন্তান জন্ম দেওয়ার তারিখ রয়েছে। বাঁহাতি পেসার এই কারণেই যাচ্ছেন না ইংল্যান্ডে। হারিসের না যাওয়ার কারণটা ‘পারিবারিক’ বলে উল্লেখ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, ‘আমিরের নাম প্রত্যাহারের কারণ আগস্টে তার দ্বিতীয় সন্তানের জন্ম হবে। অন্যদিকে হারিস ইংল্যান্ড সফর মিস করবে পারিবারিক কারণে।’ পরের অংশে বলা হয়েছে, ‘আগস্ট ও সেপ্টেম্বরের তিন টেস্ট ও তিন টি-টোয়েন্টির জন্য পাকিস্তান ২৮ খেলোয়াড় ও ১৪ সাপোর্ট স্টাফ পাঠাবে। সামনে সিরিজের সূচি ঘোষণা করা হবে।’

ইংল্যান্ড সফর সামনে রেখে করাচির ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে অনুশীলন শুরু করেছিল পাকিস্তান। কিন্তু দেশটিতে করোনার প্রকোপ বাড়ায় বন্ধ করে দেওয়া হয়েছে প্রস্তুতি ক্যাম্প। এজন্য তারা ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট্ বোর্ডকে (ইসিবি) জানিয়েছে, তারা যেন জুনেই লন্ডনে পৌঁছানোর অনুমতি দেয়। সূচি অনুযায়ী ৬ জুলাই ইংল্যান্ডে পা রাখার কথা পাকিস্তান দলের।

সিরিজ আগস্টে শুরু হলেও মিসবাহ-উল-হকের দলের এত আগে যাওয়ার কারণ হলো করোনাভাইরাস। ওয়েস্ট ইন্ডিজ দলের মতো পাকিস্তানকেও থাকতে হবে কোয়ারেন্টিন ক্যাম্পে।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদসহ ৩ জনের যাবজ্জীবন
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদসহ ৩ জনের যাবজ্জীবন
যে কারণে রুশ তেলের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে না
যে কারণে রুশ তেলের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে না
আমার সুন্দর স্বপ্নটিও এত মধুর হয় না: মাদ্রিদের জয়ের নায়ক জোসেলু 
আমার সুন্দর স্বপ্নটিও এত মধুর হয় না: মাদ্রিদের জয়ের নায়ক জোসেলু 
উপজেলা পরিষদের প্রথম ধাপে আ.লীগের জয়জয়কার
উপজেলা পরিষদের প্রথম ধাপে আ.লীগের জয়জয়কার
সর্বাধিক পঠিত
এবার কি ফুটপাত দখলমুক্ত হবে?
এবার কি ফুটপাত দখলমুক্ত হবে?
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’