X
শনিবার, ১১ মে ২০২৪
২৮ বৈশাখ ১৪৩১

গ্যারেজেই ব্যাট-গ্লাভস হাতে নেমে পড়লেন মুশফিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২০, ২২:২৮আপডেট : ০১ জুলাই ২০২০, ২২:২৮

গ্যারেজেই ব্যাট-গ্লাভস হাতে নেমে পড়লেন মুশফিক ছুটির দিনগুলোতেও যে মুশফিকুর রহিম অনুশীলনে চলে আসেন, সেই তিনি গত চার মাস ‘গৃহবন্দি’! তাতে অবশ্য অনুশীলন থেমে নেই। কিন্তু পুরো বাসাকে জিমনেশিয়াম বানিয়ে ফেললেও ব্যাটিং ও কিপিং করা হচ্ছিল না বাংলাদেশের সেরা উইকেটকিপার ব্যাটসম্যানের। সেটাও শুরু হয়ে গেল আজ (বুধবার) থেকে। বাসার গ্যারেজকেই বানিয়ে ফেললেন ২২ গজ। সেখানে ব্যাটিংয়ের সঙ্গে চলেছে তার কিপিং অনুশীলন।

কয়েক মাস আগে এসএস-এর নতুন কিছু ব্যাট এনেছেন মুশফিক। কিন্তু করোনাভাইরাসের কারণে সেগুলো দিয়ে খেলার সুযোগ পাননি। কিছুদিন আগে তামিম ইকবালের সঙ্গে ফেসবুক লাইভ আড্ডায় ‘ব্যাটগুলো কাঁদছে’ বলে জানিয়েছিলেন এই উইকেটকিপার ব্যাটসম্যান, ‘সত্যি কথা বলতে, এখন বিরক্ত লাগছে কিছুটা। খারাপ লাগছে। কারণ ব্যাট মিস করছি অনেক। বাসায় ব্যাট আছে, প্রতিদিন ব্যাট ধরি। এসএসের আমার নতুন ব্যাটগুলো, খুব কান্না করছে। কবে যে ব্যাটিং করব।’

করোনাভাইরাসের কারণে অনেকদিন মাঠে যাওয়া হয় না মুশফিকের। অনুশীলন কিংবা নেটে ব্যাটিংও তাই সম্ভব হয়নি। বাইরে যাওয়ার সুযোগ না থাকায় ঘরেই ফিটনেস নিয়ে নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি। কিন্তু এতে মন ভরছে না তার। আজ হয়তো কিছুটা হলেও তৃপ্তি মিলেছে মুশফিকের। নিজের বাসার গ্যারেজে করেছেন ব্যাটিং অনুশীলন, বাদ যায়নি কিপিংয়ের কাজটাও।

আজ ট্রেডমিলে দৌড়ানো পর্ব শেষ করে গ্যারেজে নেমে আসেন মুশফিক। ব্যাটিং ও কিপিং অনুশীলন করেন কিছুক্ষণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই অনুশীলনের ভিডিও ভাগাভাগি করেছেন ভক্তদের সঙ্গে। ৩ মিনিটের ভিডিওতে দেখা গেছে, টেনিস বলে হালকা নক করার পাশাপশি কিপিং করছেন মুশফিক। করোনার এই কঠিন সময়ে এটাইবা কম কীসে!

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদক থেকে দূরে থাকতে হবে: পঞ্চগড়ে ব্যারিস্টার সুমন
মাদক থেকে দূরে থাকতে হবে: পঞ্চগড়ে ব্যারিস্টার সুমন
নড়াইলে সালিশে গিয়ে গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যান নিহত
নড়াইলে সালিশে গিয়ে গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যান নিহত
প্রবীণ বাম রাজনীতিক হায়দার আকবর খান রনো আর নেই
প্রবীণ বাম রাজনীতিক হায়দার আকবর খান রনো আর নেই
চট্টগ্রামে নিখোঁজের দুই দিন পর সাগর থেকে মালয়েশিয়ান নাবিকের মরদেহ উদ্ধার
চট্টগ্রামে নিখোঁজের দুই দিন পর সাগর থেকে মালয়েশিয়ান নাবিকের মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র