X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ফ্লাওয়ারের অভিযোগ উড়িয়ে দিলেন ইনজামাম

স্পোর্টস ডেস্ক
০৭ জুলাই ২০২০, ১২:৩৮আপডেট : ০৭ জুলাই ২০২০, ১৩:০৭

 

ইনজামাম ও ইউনিস। পাকিস্তানের ব্যাটিং কোচ ইউনিস খানের বিরুদ্ধে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন তারই সাবেক কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার। তিনি যখন পাকিস্তানের ব্যাটিং কোচ, তখন দলটিতে ছিলেন ইউনিস খান। ফ্লাওয়ার দাবি করেছেন, ব্যাটিং নিয়ে পরামর্শ দিতে গেলে তার গলায় ছুরি ধরেছিলেন পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার! পাকিস্তান ক্রিকেট বোর্ড বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানায়নি, তবে তৎকালীন নির্বাচক ইনজামাম উল হক বিষয়টি উড়িয়ে দিলেন ভিত্তিহীন বলে!

নিল ম্যানথ্রপ উপস্থাপিত একটি টক শোতে হাজির হয়েছিলেন গ্র্যান্ট ফ্লাওয়ার। সঙ্গে তার বড়ভাই আরেক জিম্বাবুইয়ান কিংবদন্তি অ্যান্ডি ফ্লাওয়ারও  ছিলেন। সেখানই গ্র্যান্ট এমন শিউরে ওঠার মতো তথ্যটি দিয়েছেন। কিন্তু সাবেক প্রধান নির্বাচক ইনজামাম সেটি শুনে আকাশ থেকে পড়ার মতোই প্রতিক্রিয়া দেখিয়েছেন, ‘আমি তখন প্রধান নির্বাচক ছিলাম। এই ধরনের ঘটনা ঘটেছে বা কেউ অভিযোগ করেছে তেমন কিছু মনে পড়ছে না।’

ভারতীয় বার্তা সংস্থা পিটিআই একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে বলেছে, ঘটনাটি ঘটেছে ২০১৬ সালে পাকিস্তানের অস্ট্রেলিয়া সফরের সময়। তবে সেটি ঘটেছিল মজার ছলে। ব্রেকফাস্টের টেবিলে ইউনিস মজার ছলে মাখন তোলা ছুরি হাতে নিয়ে গ্র্যান্টের গলার চারপাশে ঘুরিয়ে বলেছিলেন, ‘আগে তুমি নাস্তা খেয়ে নাও, পরে ব্যাটিং নিয়ে পরামর্শ দিও। ব্রেকফাস্ট টেবিল পরামর্শ দেওয়ার জায়গা নয়।’

তবে ইনজামাম এমন কিছু ঘটেনি বলেই দাবি করেছেন, ‘আমি জানি না গ্র্যান্ট ফ্লাওয়ারকে ঠিক কোন বিষয়টা এমন কিছু বলতে উস্কে দিলো। তবে আমি নিজে ইউনিসের সঙ্গে অনেক দিন খেলেছি। তাকে ভালো করেই জানি, সে এমন কিছু করতে পারে না।’

পরে পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো দাবি করেছে, ইউনিস খান ও গ্র্যান্ট ফ্লাওয়ার বিষয়টি নিজেদের মধ্যেই মীমাংসা করে ফেলেছেন। তারা কথা বলেছেন ফোনের মাধ্যমে।

এই মুহূর্তে ফ্লাওয়ার কলম্বোতে আছেন আর ইউনিস পাকিস্তানের ব্যাটিং কোচ হিসেবে রয়েছেন ইংল্যান্ডে। 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!