X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

করোনাকালে ঘরোয়া আয়োজনে রাহীর বিয়ে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০২০, ১৮:২৭আপডেট : ০৯ জুলাই ২০২০, ১৮:৪২

বর রাহীর পাশে কনে ডা. জুহা।  করোনাকালে বিয়ে করেছেন জাতীয় দলের পেসার আবু জায়েদ রাহী। অবশ্য পরিস্থিতি অনুকূল নয় বলে ঘরোয়া পরিসরেই বিয়েটা সেরেছেন তিনি।

বুধবার স্বাস্থ্যবিধি মেনে বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে রাহীর পারিবারিক সূত্র। এ সময় ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেলও উপস্থিত ছিলেন। আপাতত ঘরোয়াভাবে আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেও করোনা সংকট কেটে গেলে বড় ধরনের আয়োজনের কথা জানিয়েছে রাহীর পরিবার।

রাহীর আকদ সম্পন্ন হয়েছিল গত বছরেই। অনুষ্ঠান করেই মেয়েকে তুলে আনার কথা ছিল। কিন্তু করোনার সংক্রমণে সেই পরিকল্পনা বাতিল করে ঘরোয়াভাবে নতুন অতিথিকে তুলে আনা হলো। কনে ডা. তৌহিদা আক্তার জুহা রায়নগর দর্জিপাড়া এলাকার বাসিন্দা।

রাহীর বামে বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল বিসিবির পরিচালক ও উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল তার ফেসবুক পোস্টের মাধ্যমে রাহীকে শুভকামনা জানিয়ে লিখেছেন, ‘আবু জাহেদ চৌধুরী রাহী, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একজন নির্ভরযোগ্য খেলোয়াড়, সিলেটের গর্ব । জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছে। করোনা পরিস্থিতি আমাদের জীবনযাত্রাকে করেছে বিপর্যস্ত। করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে, পারিবারিকভাবে গতকাল (বুধবার) ৮ জুলাই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।’

তিন ফরম্যাট মিলিয়ে জাতীয় দলের হয়ে ১৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন রাহী। তবে বর্তমানে টেস্ট দলে বাংলাদেশের নির্ভরযোগ্য পেসার তিনি-ই। এখন পর্যন্ত ৯ টেস্টে বোলিং করে ২৪ উইকেট নিয়ে দারুণ কিছু করার ইঙ্গিত দিচ্ছেন এই ক্রিকেটার।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ