X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

অস্বচ্ছল ক্রীড়াবিদদের মাসিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০২০, ২০:৪৯আপডেট : ০৯ জুলাই ২০২০, ২০:৫২

ফাউন্ডেশনের বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। অস্বচ্ছল ক্রীড়াবিদদের মাসিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন থেকে ১ হাজার ১৫০ জন ক্রীড়াবিদকে মাসিক ক্রীড়া ভাতা হিসেবে দেওয়া হবে দুই হাজার টাকা। সব মিলিয়ে বছরে তারা পাবেন মোট ২৪ হাজার টাকা।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

সভাতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এর বিস্তারিত তুলে ধরে বলেছেন, ‘স্বাধীনতার অব্যবহিত পরেই অস্বচ্ছল ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের কল্যাণে এ ফাউন্ডেশনটি গড়ে তুলেছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতার স্মৃতি বিজড়িত এ ফাউন্ডেশনটি সবসময় ক্রীড়াবিদদের পাশে রয়েছে। আমরা করোনা ভাইরাস মহামারী চলাকালে ৫০ জন অস্বচ্ছল খেলোয়াড়/ ক্রীড়াসেবীকে ১০ হাজার টাকা করে মোট পাঁচ লক্ষ টাকা দিয়েছি। এছাড়া এই অর্থ বছরে ১ হাজার ১৫০ জন অস্বচ্ছল ক্রীড়াবিদকে মাসিক ক্রীড়া ভাতা প্রদানের সিদ্ধান্তও গৃহীত হয়েছে। আমরা অচিরেই এই অর্থ ক্রীড়াবিদদের হাতে তুলে দেবো।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমরা ইতোমধ্যে করোনায় ক্ষতিগ্রস্ত ১ হাজার ক্রীড়াবিদকে এক কোটি টাকা অনুদান দিয়েছি।’

এছাড়াও ‘করোনায় ক্ষতিগ্রস্তদের অনুদান’- এই খাতে সরকার জাতীয় ক্রীড়া পরিষদকে ৩ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। বরাদ্দ পাওয়ার পরই এই অর্থ প্রকৃত অসহায়দের মাঝে কীভাবে বিতরণ করা হবে, সে কার্যক্রমও শুরু করেছে জাতীয় ক্রীড়া পরিষদ।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’