X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

মেয়েকে জোর করে অ্যাথলেট বানাবেন না বোল্ট

স্পোর্টস ডেস্ক
১৫ জুলাই ২০২০, ২২:৩৯আপডেট : ১৫ জুলাই ২০২০, ২২:৪৬

মেয়ে অলিম্পিয়া লাইটনিং ও উসাইন বোল্ট। ছবি:টুইটার গত মে মাসে বাবা হয়েছেন উসাইন বোল্ট। নিজের পরিচিতির সঙ্গে মিলিয়ে ‘লাইটনিং বোল্ট’ মেয়ের নাম রেখেছেন অলিম্পিয়া লাইটনিং। সঙ্গিনী কাসি বেনেটের কোল আলো করে পৃথিবীতে আসার দুইমাস পর গত সপ্তাহে সন্তানকে পরিচয় করিয়ে দিয়ে বোল্ট বলেছেন, লাইটনিংকে জোর করে অ্যাথলেটিকসে পাঠানোর কোনও ইচ্ছে তার নেই।

আটটি অলিম্পিক সোনা জিতেছেন। ১০০ মিটার ও ২০০ মিটারের বিশ্বরেকর্ড এখনও তার মুকুটের শোভা। ২০১৭ সালে ট্র্যাক ও ফিল্ড থেকে অবসর নেওয়ার পর মাত্রই তিন বছর গেছে, এখনও এই রেকর্ড অমলিন। কত দশক অমলিন থাকে কেউ বলতে পারে না। তবে অ্যাথলেটিকসের সর্বকালের অন্যতম সেরা এই জ্যামাইকান তারকা বাবা হয়েই বুঝতে পারছেন, বিখ্যাত বাবা-মায়ের সন্তানেরা কী বিষম চাপ নিয়ে আসে পৃথিবীতে। সবসময়ই তাকে বাবা-মায়ের কীর্তির সঙ্গে লড়াই করে যেতে হয়। তাই এখনই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, অলিম্পিয়াকে কখনোই অ্যাথলেটিকসে নামার জন্য চাপ দেবেন না। মা বেনেটের কোলে লাইটনিং। ছবি:টুইটার

কডেলিস্টের কাছে ৩৩ বছর বয়সী জ্যামাইকান বলেছেন, ‘আমি তাকে কখনোই অ্যাথলেটিকসের দিকে ঠেলে দেবো না। এটা সবার জন্য নয়। তাছাড়া এটা তার জন্য আরও কঠিন হবে, কারণ সবসময় আমার সঙ্গে তার তুলনা চলবে। তবে যদি সে এটা (অ্যাথলেটিকস) করতে চায়, আমি তার পাশে থাকবো।’

সন্তান বড় হলে কী হতে চাইবে, সেটি বলবে সময়। তবে বোল্ট সবসময়ই চেয়েছিলেন বিখ্যাত হতে, ‘সবসময়ই আমার লক্ষ্য ছিল সবচেয়ে সেরা হতে, যাকে সবাই অনুসরণ করবে।’

বোল্ট সবসময়ই জীবনটাকে উপভোগ করতে চেয়েছেন, জীবন তার কাছে আনন্দের আর এখন বাবা হয়ে নতুনভাবে উপভোগ করছেন সময়, ‘বাবা হওয়াটা আমার কাছে নতুন এক উপলব্ধি, আর বাস্তবে আমি তার (মেয়ে) সঙ্গটা উপভোগ করছি, অনেক নতুন জিনিস শিখছি, দেখছি তার বেড়ে ওঠা।’

২০০৮ বেইজিং অলিম্পিক থেকে ২০১৬ রিও ডি জেনিরো অলিম্পিক অ্যাথলেটিকস জগত দেখেছে ‘বোল্ট রূপকথা’, বজ্রবিদ্যুতের কীর্তিগাথা। সেই ২০০৮ থেকে ১০০  ও ২০০ মিটারের অলিম্পিক সোনা তার অধিকারে,  ১০০ মিটার রিলের লন্ডন ও রিও অলিম্পিকের সোনাও জিতেছেন। কিন্তু ২০১৭ বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ১০০ মিটারে তাকে সন্তুষ্ট থাকতে হয় ব্রোঞ্জ নিয়ে। ১০০ মিটার রিলেতে হ্যামস্ট্রিংয়ের চোটেও পড়েন, আর তারপরই সবাইকে অবাক করে নিয়ে ফেলেন অবসর।

ট্র্যাক ও ফিল্ডকে বিদায় জানিয়ে ফুটবলে ক্যারিয়ার গড়তে চেয়েছিলেন বয়সের উজানে গিয়ে। নরওয়ের ক্লাব স্ট্রমগোসেট ও অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে কয়েকটি ম্যাচ খেলেছেনও। কিন্তু ‘বুড়ো বয়সে’ ফুটবলটা আসলে বোল্টের নতুন করে প্রতিষ্ঠার জায়গা হতে পারেনি।

 

/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুদক কর্মকর্তা পরিচয়ে ঘুষ চাওয়া প্রতারক চক্রের ৫ সদস্য কারাগারে
দুদক কর্মকর্তা পরিচয়ে ঘুষ চাওয়া প্রতারক চক্রের ৫ সদস্য কারাগারে
বাড়ি ঘেরাও করে সাবেক মেয়রকে আটক করে পুলিশে দিলেন স্থানীয়রা
বাড়ি ঘেরাও করে সাবেক মেয়রকে আটক করে পুলিশে দিলেন স্থানীয়রা
ছিন্ন শেকড়ের আত্মগাথা
ছিন্ন শেকড়ের আত্মগাথা
সরকার জাতীয় নির্বাচন থেকে মুখ ফিরিয়ে স্থানীয় নির্বাচনের স্বপ্ন দেখছে: শামসুজ্জামান দুদু
সরকার জাতীয় নির্বাচন থেকে মুখ ফিরিয়ে স্থানীয় নির্বাচনের স্বপ্ন দেখছে: শামসুজ্জামান দুদু
সর্বাধিক পঠিত
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
বাসা থেকে বিচারকের স্ত্রীর লাশ উদ্ধার
বাসা থেকে বিচারকের স্ত্রীর লাশ উদ্ধার