X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

ভারতে অরুণ লাল-হোয়াটমোরদের ‘ষাটোর্ধ্ব-সমস্যা’

স্পোর্টস ডেস্ক
০৩ আগস্ট ২০২০, ১৭:১৩আপডেট : ০৩ আগস্ট ২০২০, ১৭:৪২

অরুণ লাল ও ডেভ হোয়াটমোর করোনাভাইরাস সারা বিশ্বজুড়েই স্বাস্থ্য ব্যবস্থাকে ধাক্কা দিয়েছে প্রচণ্ড। সব দেশই কঠিন স্বাস্থ্যবিধি মেনে চলতে বাধ্য হচ্ছে। খেলায় যেহেতু শারীরিকভাবে মেশামেশির ব্যাপারটা বেশি, ক্রীড়াঙ্গনে স্বাস্থ্যবিধি মেনে চলাটা খুব গুরুত্বপূর্ণ। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) তো কোভিড-১৯ সংক্রমণ এড়িয়ে চলতে একটি নির্দেশিকাই জারি করলো রবিবার। ১০০ পৃষ্ঠার এই নির্দেশিকা বা  আদর্শ পরিচালনা পদ্ধতি (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর, এসওপি) অনুযায়ী ৬০ বছরের বেশি বয়সী কেউ রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের কোচ বা কোচিং স্টাফ বা অন্য কোনও কাজে যুক্ত হতে পারবে না।

‘যে সকল ব্যক্তির বয়স ৬০ বছরের বেশি, যেমন সাপোর্ট স্টাফ, আম্পায়ার, গ্রাউন্ড স্টাফ এবং যাদের ডায়াবেটিস, রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের এই কোভিড-১৯ পরিস্থিতিতে খুবই ঝুঁকিপূর্ণ বিবেচনা করা হচ্ছে’- সংবাদ সংস্থা পিটিআই এসওপির একটি ধারা তুলে ধরে জানিয়েছে, সরকার কোনও নতুন নির্দেশনা জারি না করার আগে এসব ব্যক্তিকে ক্যাম্পের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এই নির্দেশনায় রাজ্য ক্রিকেট সংস্থাগুলোর মধ্যে সবচেয়ে ক্ষতির মুখে পড়বে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীর বাংলা এবং বরোদা। ১৪ বছর পর গত মার্চ মাসে বাংলাকে রঞ্জি ট্রফির ফাইনালে তুলতে বিশাল ভূমিকা রাখেন ৬৫ বছর বয়সী কোচ অরুণ লাল। আর বরোদার কোচ ছিলেন বাংলাদেশের সাবেক প্রধান কোচ ৬৬ বছর বয়সী ডেভ হোয়াটমোর। এসওপি অনুযায়ী এ দুজন আর কোচ হিসেবে কাজ করতে পারবেন না।

এসওপি নিয়ে শুরু হয়ে গেছে বিতর্ক। কলকাতার দৈনিক আনন্দবাজারে নিজের হতাশা প্রকাশ করেছেন ভারতের সাবেক ওপেনার অরুণ লাল, ‘আমি খুব হতাশ। আমার ফিটনেস নিয়ে কোনও সমস্যা নেই। এই নির্দেশিকার কথা জেনে আমি খুব অবাক। যার বয়স ৫৯, সে কোচিং করাতে পারে, তার করোনা হতে পারে না? আমার বয়স ষাটের বেশি বলে ফিট থাকলেও থাকতে পারবো না?’

বাংলার রঞ্জিজয়ী অধিনায়ক সম্বরণ বন্দোপাধ্যায় এই নির্দেশিকা মানা সম্ভব কি না তা নিয়েই সন্দিহান, ‘১০০ পাতার নির্দেশিকা, যার সব মেনে চলা কঠিন। এমনকি কতটা মানা সম্ভব, তা নিয়েই সন্দেহ রয়েছে। বয়স নয়, কে কতটা সুস্থ, সেটা দেখা দরকার। ৪০ বছরের কেউ তো ‍অসুস্থ থাকতে পারেন, আবার ষাটের বেশি বয়সীরাও ফিট থাকতে পারেন।’ 

/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে