X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সুয়ারেজের বিদায়ে কীভাবে নীরব থাকেন মেসি?

স্পোর্টস ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২০, ১৯:৫৮আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০, ২০:০৩

মেসি ও সুয়ারেজকে এভাবে আর দেখা যাবে না। আগেরদিন লুইস সুয়ারেজের বিদায় সংবর্ধনায় লিওনেল মেসির সঙ্গে অন্য সহখেলোয়াড়েরা ছিলেন। ছিলেন পিকে, বুসকেটস, আলবা এবং অন্যরা। মাইক্রোফোন হাতে বেশ বুদ্ধিদীপ্তই লাগছিল সুয়ারেজকে। মনে হচ্ছিল ছয় বছরের সম্পর্কটা আনুষ্ঠানিক চুকিয়ে ফেলার মুহূর্তে আবেগটা ভালোই সামলেছেন। আসলে পারেননি, বাষ্পরুদ্ধ হয়েছে কণ্ঠ, চোখের কোণে জমেছে অশ্রুবিন্দু। উরুগুইয়ান স্ট্রাইকারের সহখেলোয়াড়দের অভিব্যক্তি তখন ধরা পড়েনি। তবে মেসি যে চুপ থাকবেন না সেটি গত এক বছর ধরেই বুঝিয়ে দিয়েছেন। আবারও বোঝালেন। বার্সেলোনা থেকে প্রিয় বন্ধুর বিদায়ে ক্লাবের ওপর ক্ষোভ ঝেড়েছেন অধিনায়ক। ইনস্টাগ্রামে লিখেছেন ক্লাবের তৃতীয় সর্বোচ্চ গোলদাতার সঙ্গে খুবই বাজে আচরণ করেছে বার্সা।

শুক্রবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সুয়ারেজ সম্পর্কে অনেক কিছু লিখেছেন মেসি। লিখেছেন, ‘এটা তোমার (সুয়ারেজ) প্রাপ্য ছিল না যে এভাবে তারা তোমাকে ছুড়ে ফেলে দেবে। কিন্তু সত্যটা হলো এ পর্যায়ে এসে আর কিছুই আমাকে বিস্মিত করে না।’

মেসি মনে করেন ক্লাবের জন্য সুয়ারেজের যে অবদান তাতে আরও জাঁকালো বিদায়ই তার প্রাপ্য ছিল, ‘তোমার বিদায় সংবর্ধনা তোমার মতোই আড়ম্বরপূর্ণ হওয়া উচিত ছিল। ক্লাবের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন তুমি, দল ও ব্যক্তিগতভাবে অনেক তোমার অর্জন।’

সুয়ারেজ বার্সেলোনা ছেড়ে গেলেও লা লিগা ছাড়েননি। যোগ দিয়েছেন প্রতিদ্বন্দ্বী ক্লাব আতলেতিকো মাদ্রিদে। অন্য দলের জার্সিতে প্রিয় সুহৃদকে দেখতে মেসির যেমন খারাপ লাগবে, তেমন কষ্ট হবে তার বিপক্ষে খেলতে। বার্সেলোনায় ছয় বছরে  গড়ে ওঠা বন্ধুত্ব যে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পৌঁছে গেছে হৃদয়ের খুব কাছে। মেসি বলেছেন, ‘আরেকটি জার্সি গায়ে তোমাকে দেখতে বেমানান লাগবে, আরও খারাপ লাগবে মাঠে তোমার বিপক্ষে খেলতে।’

মাঠ ও মাঠের বাইরে সুয়ারেজকে খুব মিস করবেন মেসি, ‘আগে থেকেই আমি এটা ভাবতে শুরু করেছিলাম। কিন্তু আজ ড্রেসিরুমে গেলাম এবং সত্যিই এটা আমার কাছে নতুন ঠেকলো। মাঠ ও মাঠের বাইরে প্রতিটি দিনের অনুভূতি তোমার সঙ্গে ভাগাভাগি না করতে পারাটা হবে খুব কষ্টের।’

আগেরদিন বিদায়ী সংবাদ সম্মেলনে সুয়ারেজও মেসির সঙ্গে তার বন্ধুত্বকে সবার সামনে জানিয়েছেন শ্রদ্ধা। বলেছেন, বার্সেলোনায় আসার আগে অনেকেই বলেছিলেন মেসির সঙ্গে ভাব হওয়াটা তার জন্য কষ্টকর হবে। কিন্তু শেষ পর্যন্ত তারাই পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠেন এবং গড়ে ওঠে বিধ্বংসী এক স্ট্রাইকিং জুটি।

খুবই নরম স্বভাবের মেসি আগে মুখ ফুটে কথাই বলতেন না। সেই মেসিই বদলে গেছেন, বছর খানেক হলো বার্সেলোনার সমালোচনায় সরব । গত জানুয়ারিতে ক্রীড়া পরিচালক এরিক আবিদালের বিরুদ্ধে তোপ দাগেন। এপ্রিল মাসে সভাপতি বার্তেমেউকে ধুয়ে দেন বেতন কর্তনের বিষয়টি নিয়ে তিনি যা করেছেন সেটি নিয়ে। জুলাইতে ওসাসুনার কাছে হারে লা লিগা শিরোপা হারিয়ে জ্বালাময়ী সাক্ষাৎকারে বলেন, এভাবে দল চলতে পারে না। সবশেষে ২৫ আগস্ট বার্সেলোনার কাছে রিলিজ ক্লজ ছাড়াই ক্লাব ছাড়ার অনুমতি চেয়ে ফুটবলের গোটা পৃথিবীকে দেন নাড়িয়ে।

মেসিকে যেতে দেয়নি বার্সেলোনা। ক্লাব সভাপতি বার্তোমেউ বলেছেন, মেসিই ক্লাবের মধ্যমণি, তার সঙ্গে কোনরকম বিতর্কে তিনি যাবেন না। নতুন কোচ রোনাল্ড কোম্যান বলেছেন, মেসিকে ঘিরেই তার যাবতীয় পরিকল্পনা। কিন্তু সামান্যতম বিচ্যুতিও যে আর সহ্য করেন না বার্সেলোনার আর্জেন্টাইন জাদুকর। বার্সায় তার ভবিষ্যৎ বা তাকে ঘিরে বার্সার ভবিষ্যতের ছবিটা তাহলে কেমন দেখায় ?

আগামী রবিবার ন্যু ক্যাম্পে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুনভাবে নতুন লা লিগা মৌসুম শুরু করবে বার্সেলোনা।

   

/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আরও কমলো সোনার দাম  
আরও কমলো সোনার দাম  
 ১ পদে ২৩৮ জনকে চাকরি দেবে ভূমি মন্ত্রণালয়, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
 ১ পদে ২৩৮ জনকে চাকরি দেবে ভূমি মন্ত্রণালয়, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
চুয়াডাঙ্গার তাপমাত্রা ৪২.২ ডিগ্রি সেলসিয়াস
চুয়াডাঙ্গার তাপমাত্রা ৪২.২ ডিগ্রি সেলসিয়াস
৬ মামলায় জামিন পেলেন বিএনপি নেতা গয়েশ্বর
৬ মামলায় জামিন পেলেন বিএনপি নেতা গয়েশ্বর
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
স্কুল ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি