X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

মুমিনুল-শান্তর নেতৃত্বে প্রস্তুতি ম্যাচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০২০, ২২:৩৪আপডেট : ০১ অক্টোবর ২০২০, ২২:৩৯

 প্রস্তুতি ম্যাচের প্রস্তুতি শেষে ক্রিকেটারা              -ছবি: বিসিবি সেই মার্চে সর্বশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছিল বাংলাদেশ। এরপর কেটে গেছে প্রায় সাত মাস, প্রতিযোগিতামূলক ক্রিকেটে আর ফেরা হয়নি বাংলাদেশের ক্রিকেটারদের। শ্রীলঙ্কা সফর স্থগিত হওয়ার পর অপেক্ষাটা আরও দীর্ঘায়িত হতে পারে। কিন্তু বিসিবির স্কিল ক্যাম্পে থাকা ক্রিকেটারদের মধ্যে প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা করে দুধের স্বাদ ঘোলে তো অন্তত মেটানো যাচ্ছে। এই ম্যাচের মধ্য দিয়ে দীর্ঘদিন পরে একটু প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলছেন ক্রিকেটাররা।

স্কিল ক্যাম্পের দুটি দল তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে। যার প্রথমটি শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার। মুমিনুল হক এবং নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে নিজেদের মধ্যে ম্যাচটি খেলবেন জাতীয় দলের ক্রিকেটাররা। সকাল সাড়ে নয়টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

প্রায় দুইমাস ব্যক্তিগত উদ্যোগে অনুশীলনের পর গত মাসে দলীয় অনুশীলনের সুযোগ পান মুশফিক-মুমিনুলরা। সবমিলিয়ে লম্বা অনুশীলনের পরই অবশেষে নিজেদের পরখ করার সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা। করোনা থেকে মুক্তি পাওয়া পেসার আবু জায়েদ রাহীকে বিশ্রাম দেওয়া হয়েছে। এ ছাড়া প্রস্তুতি ম্যাচের দলে নেই তামিম ইকবাল ও শফিউল ইসলাম। মোট ২৩ জন ক্রিকেটারকে দেখা যাবে ম্যাচে। ওটিস গিবসন একাদশ ও রায়ান কুক একাদশ নামে দুটি দল গড়া হয়েছে। টেস্ট অধিনায়ক মুমিনুল হক নেতৃত্বে দেবেন রায়ান কুক একাদশের। ওটিস গিবসন একাদশের নেতৃত্বে দেখা যাবে নাজমুল হোসেন শান্তকে। একদিন বিরতি দিয়ে সোমবার ও মঙ্গলবার দ্বিতীয় দুইদিনের ম্যাচ খেলবেন ক্রিকেটাররা। পরে তিন দিন অনুশীলন করে ১৩ অক্টোবর থেকে হবে তিনদিনের প্রস্তুতি ম্যাচ।

ওটিস গিবসন একাদশ: সাইফ হাসান, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদউল্লাহ, লিটন দাস, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, নাঈম হাসান, হাসান মাহমুদ, ইবাদত হোসেন, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন। রায়ান কুক একাদশ: ইয়াসির আলী , সাদমান ইসলাম, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান, সাইফ উদ্দিন, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ ও আল আমিন হোসেন।

 

/আরআই/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক