X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মেসিকে প্রাপ্য সম্মানই দেবেন জুভেন্টাস কোচ

স্পোর্টস ডেস্ক
২৮ অক্টোবর ২০২০, ২২:০৪আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ২২:০৪

মেসিকে প্রাপ্য সম্মানই দেবেন জুভেন্টাস কোচ কয়েকদিন আগেই আন্দ্রে পিরলো এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি কল্পনাও করেননি ক্রিস্টিয়ানো রোনালদোকে কখনও কোচিং করাবেন। তবে লিওনেল মেসিকে আটকানোর কৌশল যে তাকে সাজাতে হবে, সেটা জুভেন্টাস কোচের দায়িত্ব নেওয়ার কিছুদিন পরই জেনে গিয়েছিলেন। চ্যাম্পিয়নস লিগের ড্র ভাগ্য বার্সেলোনাকে একই গ্রুপে ফেলার পর থেকে রপ্ত করা কৌশল মাঠে কতটা প্রয়োগ করতে পারেন, জানা যাবে আজ (বুধবার) রাতেই। তবে তার আগে পিরলো জানিয়ে রাখলেন, মেসিকে প্রাপ্য সম্মানটাই দেবেন তিনি।

ঘরের মাঠ জুভেন্টাস স্টেডিয়ামে বার্সেলোনাকে আতিথ্য দেবে তুরিনের ক্লাবটি। এই ম্যাচ দিয়ে আবারও মেসি-রোনালদোর দ্বৈরথ দেখার অপেক্ষায় ছিল গোটা ফুটবল বিশ্ব। কিন্তু পর্তুগিজ যুবরাজ আবারও করোনা পজিটিভ হওয়ায় তাদের দ্বৈরথ দেখার সুযোগ আপাতত হচ্ছে না। একে রোনালদো নেই, এর ওপর প্রতিপক্ষে রয়েছেন মেসি, জুভেন্টাসের কোচের দায়িত্ব নিয়ে সবচেয়ে বড় পরীক্ষার সামনে পিরলো।

মেসির বিপক্ষে খেলেছেন পিরলো, তবে কোচ হিসেবে প্রথমবার আর্জেন্টাইন ফরোয়ার্ডের প্রতিপক্ষ ডাগ আউটে দাঁড়াতে যাচ্ছেন সাবেক এই মিডফিল্ডার। ছয়বারের ব্যালন ডি’অর জয়ীকে সামলাতে কী ভাবছেন পিরলো? স্পষ্ট করে কিছু না বললেও ৪১ বছর বয়সী কোচ জানিয়ে রাখলেন, ‘গত ১৫ বছর মেসি ও রোনালদো দুর্দান্ত সব কাজ করেছে। এই প্রথম আমি কোচ হিসেবে মেসিকে সামলাতে যাচ্ছি। মেসিকে তার প্রাপ্য সম্মানটা আমি দেবো।’

রোনালদো ছাড়াও পিরলো বার্সেলোনার বিপক্ষে পাচ্ছেন না জর্জিও কিয়েল্লিনি ও মাথিয়াস ডি লিটকে। সাবেক ইতালিয়ান মিডফিল্ডার বলেছেন, ‘বার্সেলোনা ম্যাচ থেকে নিশ্চিতভাবেই বাইরে থাকবে কিয়েল্লিনি ও ডি লিট। যদিও আমরা (লিওনার্দো) বনুচ্চির অবস্থা নিয়ে আশাবাদী।’ সঙ্গে যোগ করেছেন, ‘দিবালা কিছুটা ক্লান্ত। তবে ভালো আছে।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালগরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন