X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

পিএসএলের অভিজ্ঞতা এগিয়ে রাখছে তামিমকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০২০, ১৬:৫৭আপডেট : ২১ নভেম্বর ২০২০, ১৭:১৫

পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন তামিম মার্চের পর আন্তর্জাতিক ক্রিকেটে নেই বাংলাদেশ। মুশফিক-মাহমুদউল্লাহরা ঘরোয়া ক্রিকেট খেলেই নিজেদের তৈরি করছেন। তাদের চেয়ে কিছুটা এগিয়ে থাকছেন তামিম ইকবাল। গত সপ্তাহে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলে এসেছেন বাংলাদেশের সেরা ওপেনার। পিএসএলে আন্তর্জাতিক মানের বোলিংয়ের বিপক্ষে খেলে অন্যদের চেয়ে খানিকটা এগিয়ে থেকেই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নামতে যাচ্ছেন তামিম।

২৪ নভেম্বর জেমকন খুলনার বিপক্ষে ম্যাচ দিয়ে তামিমের ফরচুন বরিশালের টুর্নামেন্ট শুরু হচ্ছে। এখানে পিএসএলের অভিজ্ঞতা কাজে দেবে বলে মনে করেন তামিম, ‘দুইটা দুই রকম খেলা। একটা ভালো জিনিস হয়েছে, ভালো দলের সঙ্গে তিন ম্যাচ খেলেছি। এমনিতে তো অত খেলা হচ্ছে না। ওইটাই সাহায্য করবে যে আমি ম্যাচের মধ্যেই আছি। আর আশা করি, টুর্নামেন্ট ভালো হবে, ক্রিকেট ভালো হবে।

পাকিস্তানের ভালোমানের বোলারদের বিপক্ষে ব্যাটিং করতে পেরে তামিম তৃপ্ত, ‘তিনটা ম্যাচ খেলা কোয়ালিটি বোলিংয়ের বিপক্ষে, অবশ্যই বাড়তি পাওয়া। যেটা হলো, তিন ম্যাচ খেলেন কিংবা পাঁচ ম্যাচ খেলেন, নতুন টুর্নামেন্টে শুরু করতে হবে ভালোভাবে। আমি খেলার মধ্যে আছি, অন্যদের সেই সুযোগ ছিল না। তবু আশা করি সবাই দারুণ একটি টুর্নামেন্ট খেলবে।’

পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে তিনটি ইনিংসেই শুরুটা দারুণ ছিল তামিমের। যদিও ইনিংসগুলো বড় করতে পারেননি, করেছেন যথাক্রমে ১৮, ৩০ ও ৩৫ রান। এ নিয়ে অবশ্য আফসোস নেই তামিমের, বরং ইতিবাচক তার কণ্ঠ, ‘আমার কাছে মনে হয়, তিনটা ম্যাচেই আমি যেভাবে শুরু করেছিলাম খুবই ইতিবাচক ছিল। আমি যে পরিকল্পনা করে ব্যাট করছিলাম আমি সফল হচ্ছিলাম। কিন্তু সেটা ছোট সময়ের জন্য। শুরুর পর আমার অন্তত ৫০-৬০ করা উচিত ছিল। যা আমি পারিনি। কিন্তু আমি খুশি যেভাবে ব্যাটিং করতে পেরেছি।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল