X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

১৯৮১ সালের পর এমন বাজে শুরু আর্সেনালের!

স্পোর্টস ডেস্ক
৩০ নভেম্বর ২০২০, ১১:০০আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ১১:১৫

ঘরের মাঠে হারের তিক্ত স্বাদ পেয়েছে আর্সেনাল। ২৯ নভেম্বর, ২০১৯। প্রিমিয়ার লিগে আর্সেনালের দৈন্যদশায় ছাঁটাই হয়েছিলেন উনাই এমেরি। ঠিক এক বছর বাদে, একই দিনে মিকেল আর্তেতার অধীনে খেলেছে গানাররা। ভাগ্য বদলায়নি মোটেও। বরং এমেরির চেয়েও বেশি প্রশ্নবিদ্ধ এখন তিনি। টানা তিন হারে প্রিমিয়ার লিগে নিজেদের ক্যাম্পেইনে ১৯৮১ সালের পর সবচেয়ে বাজে সূচনার নজির গড়েছে আর্সেনাল। নিজেদের মাঠে উলভারহ্যাম্পটনের কাছে তারা হেরেছে ২-১ গোলে। 

শুধু তাই নয়, লিগে উলভারহ্যাম্পটনও আর্সেনালের মাঠে জয়ের স্বাদ পেলো প্রথমবার। ম্যাচের শুরুতে অবশ্য অপ্রীতিকর পরিস্থিতির তৈরি হয়েছিল। পঞ্চম মিনিটে কর্নার থেকে কিক নিতে গিয়ে মাথায় সংঘর্ষ লাগে আর্সেনালের ডেভিড লুইজ ও উলভসের রাউল জিমিনেজের। লুইজ খেলতে পারলেও সংঘর্ষের পর স্ট্রেচারে করে মাঠ ছাড়েন জিমিনেজ। হাসপাতালে নেওয়া হলে তার বদলি নামেন উলভসের রেকর্ড গ্রীষ্মকালীন সাইনিং ফাবিও সিলভা। এর কিছুক্ষণ পরই ২৭ মিনিটে এগিয়ে যায় উলভস। একজনের হেড ক্রসবারে লেগে ফিরলে ফিরতি বলে জালে বল পাঠিয়েছিলেন নেতো। এই অগ্রগামিতা অবশ্য বেশিক্ষণ টেকেনি। ৩ মিনিট পর উইলিয়ানের ক্রস থেকে হেড করে সমতা ফেরান গাব্রিয়েল। ৪২ মিনিটে আবারও এগিয়ে যায় উলভস। ড্যানিয়েল পোডেন্সের গোলে স্কোর হয়ে যায় ২-১।

দ্বিতীয়ার্ধে আর্সেনাল বাড়তি চাপ প্রয়োগ করে খেলেছিল ঠিকই। কিন্তু তাদের রুখে দিতে সক্ষম ছিল উলভসের ডিফেন্স। হারের পর ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে আছে আর্সেনাল। ১৭ পয়েন্ট নিয়ে ছয়ে উঠে গেছে উলভস। 

অপর দিকে স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির সঙ্গে গোল শূন্য ড্র করেও শীর্ষে ফিরেছে টটেনহাম। ম্যাচটি তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও গোল পায়নি কেউ। এছাড়া সাউদাম্পটনকে ৩-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে শীর্ষে টটেনহাম। সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানের কারণে দুইয়ে লিভারপুল।  

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রাণ জুড়াবে কাঁচা আমের শরবত
প্রাণ জুড়াবে কাঁচা আমের শরবত
কামালের ২৯ বছরের রেকর্ড ভাঙতে পারলেন না সবুজ!
কামালের ২৯ বছরের রেকর্ড ভাঙতে পারলেন না সবুজ!
সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের
সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!