২০১৯ সালের মার্চে সবশেষ জাতীয় মহিলা দল আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল। টুর্নামেন্ট ছিল নেপালের সাফ ফুটবল। এর পর অবশ্য তাদের বসেই থাকতে হয়েছে। যার খেসারত দিতে হলো ফিফা র্যাঙ্কিং থেকে বাদ পড়ে। কারণ মেয়েদের ফুটবলে সদ্য প্রকাশিত র্যাঙ্কিংয়ে নেই বাংলাদেশের নাম! ১৮ মাসের বেশি সময় আন্তর্জাতিক ম্যাচ না খেলার কারণেই ফিফার ১৪২ টি দেশের মাঝে জায়গা হয়নি বাংলাদেশের।
তবে সাফ অঞ্চল থেকে ভারত, নেপাল, মালদ্বীপ ও শ্রীলঙ্কা ঠিকই জায়গা করে নিয়েছে সেখানে। এর আগে সবশেষ ১৩৪তম অবস্থানে ছিল বাংলাদেশ।
এই অবস্থায় র্যাঙ্কিংয়ে ফিরতে আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য তোরজোর শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বাফুফে)। মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এই বছর মার্চেই আমরা মালদ্বীপ ও আরব আমিরাতের সঙ্গে ম্যাচ খেলতে চেয়েছিলাম। কিন্তু করোনার কারণে খেলা সম্ভব হয়নি। এখন আাগামী বছরের ফেব্রুয়ারিতে ওই দুটো দেশের সঙ্গে ঢাকায় খেলার চেষ্টা করছি। আশা করছি, খেলতে পারলে আবারও র্যাঙ্কিংয়ে ফিরতে পারবো।'
জাতীয় দলের কোচ গোলাম রব্বানীও ম্যাচ খেলার অপেক্ষায় আছেন। এতে করে সাবিনা-কৃষ্ণারা অনেক দিন পর হলেও আন্তর্জাতিক ম্যাচ খেলার স্বাদ পাবে।