X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ যুব গেমসের লোগো-মাসকট উন্মোচন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০১৭, ২২:২৮আপডেট : ২৯ অক্টোবর ২০১৭, ২২:২৮

যুব গেমসের লোগো-মাসকট উন্মোচন অনুষ্ঠানে অতিথিরা ‘চলো যাই এক সাথে আজ ঘরের বাহিরে, খেলার মাঠে খেলবো সবাই নূতন জোয়ারে’—এই থিম সংয়ের মূর্চ্ছনায় রবিবার বাংলাদেশ যুব গেমসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। কুর্মিটোলা গলফ ক্লাব মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানে উন্মোচন হয়েছে লোগো এবং মাসকট ‘তেজস্বী’।

অর্থমন্ত্রী এবং বাংলাদেশ যুব গেমসের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান আবুল মাল আবদুল মুহিত লোগো উন্মোচন করেছেন। প্রধান অতিথি হিসেবে তিনি বলেছেন, ‘যুবকদের ভবিষ্যতে উপযুক্ত নাগরিক হিসেবে তৈরি করা আমাদের দায়িত্ব। যুব গেমসে অংশগ্রহণের মধ্য দিয়ে যুবকদের প্রতিযোগিতার মনোভাব তৈরি হবে এবং তারা দক্ষতা অর্জনে সচেষ্ট হবে।’ 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) সভাপতি, যুব গেমসের প্রধান নির্বাহী এবং সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। এ সময়ে মঞ্চে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, যুব ও ক্রীড়া বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সহ বিওএ’র কর্মকর্তারা।

ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের মিলনমেলায় শুরুতে ছিল লেজার শো। অনুষ্ঠানে অডিও ভিজ্যুয়াল প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের বিবর্তন ও পথচলা নিয়ে একটি তথ্যচিত্র তুলে ধরা হয়। দেশের আটটি বিভাগের স্থানীয় ঐতিহ্যও ফুটিয়ে তোলা হয়।

আগামী ১৮ ডিসেম্বর একযোগে ৬৪টি জেলায় উদ্বোধন হবে ৭দিন ব্যাপী জেলা পর্যায়ের বাংলাদেশ যুব গেমস। ১০ দিন ব্যাপী বিভাগীয় পর্যায়ের যুব গেমস শুরু হবে আগামী বছরের ৬ জানুয়ারি থেকে। আর মার্চে হবে জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা।

অনূর্ধ্ব-১৭ বছরের ক্রীড়াবিদদের এ প্রতিযোগিতার ২১টি ডিসিপ্লিন হলো- ফুটবল, ভলিবল, বাস্কেটবল, হকি, কাবাডি, হ্যান্ডবল, অ্যাথলেটিকস, সাঁতার, ব্যাডমিন্টন, শুটিং, টেবিল টেনিস, স্কোয়াশ, কারাতে, তায়কোয়ান্দো, কুস্তি, জুডো, উশু, ভারোত্তোলন, বক্সিং, আর্চারি ও দাবা। 

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পটুয়াখালীর খালে ভাসছে ‘টর্পেডো’সদৃশ বস্তু, স্থানীয়দের মাঝে আতঙ্ক 
পটুয়াখালীর খালে ভাসছে ‘টর্পেডো’সদৃশ বস্তু, স্থানীয়দের মাঝে আতঙ্ক 
বিদেশে দেশবিরোধী অপপ্রচারকারীদের বিরুদ্ধে স্থানীয় আইনে ব্যবস্থা নেওয়ার আহ্বান
বিদেশে দেশবিরোধী অপপ্রচারকারীদের বিরুদ্ধে স্থানীয় আইনে ব্যবস্থা নেওয়ার আহ্বান
হাওরে ভারী বৃষ্টির পূর্বাভাস, কৃষকদের জন্য ৮ পরামর্শ
হাওরে ভারী বৃষ্টির পূর্বাভাস, কৃষকদের জন্য ৮ পরামর্শ
‘জেসিকে দেখে কর্মকর্তারা নাখোশ ছিল, ক্রিকেটারদের কোনও সম্পৃক্ততা নেই’
‘জেসিকে দেখে কর্মকর্তারা নাখোশ ছিল, ক্রিকেটারদের কোনও সম্পৃক্ততা নেই’
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে