X
রবিবার, ১১ মে ২০২৫
২৭ বৈশাখ ১৪৩২

বয়কটের ঘোষণা, ইসরায়েলের বিপক্ষে খেলবেন না বাংলাদেশের দাবাড়ু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৭আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২২

বিশ্ব দাবা অলিম্পিয়াডে ওপেন বিভাগে শনিবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ খেলবে ইসরায়েলের বিপক্ষে। এর আগেই এমন প্রতিপক্ষ জেনে বাংলাদেশের অন্যতম গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। দিয়েছেন বয়কটের ঘোষণা। 

শুক্রবার রাজীব সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘২০২২ সালের চেন্নাই দাবা অলিম্পিয়াড ও ২০২৪ এর হাঙ্গেরি দাবা অলিম্পিয়াডে রাশিয়া ও বেলারুশ দল হিসেবে অংশ নিতে পারেনি। তাহলে বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল কীভাবে অংশগ্রহণ করতে পারে? কালকে তাদের খেলা বাংলাদেশের সঙ্গে পড়েছে। আমি বয়কট করলাম।’

এমন ঘোষণার পর হাঙ্গেরিতে রাজীবের সঙ্গে যোগাযোগ করা হলে বাংলা ট্রিবিউনের সঙ্গে নিজের আরও যুক্তি তুলে ধরে বলেছেন, ‘ইউক্রেনে হামলার কারণে রাশিয়া ও বেলারুশকে দাবা অলিম্পিয়াডে খেলতে দেওয়া হচ্ছে না। এমনকি নিজেদের পতাকা নিয়ে সেদেশের দাবাড়ুদের বিশ্ব সব আসরে খেলার সুযোগ নেই।  দাবার সর্বোচ্চ সংস্থা ফিদে তাদের নিষিদ্ধ করে রেখেছে। যদি তাদের নিষিদ্ধ করা হয় তাহলে ইসরায়েল কেন নয়? ওরা তো নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যা করছে। সব কিছু শেষ করে দিচ্ছে। তাই এর প্রতিবাদে ইসরায়েলের বিপক্ষে খেলা নিয়ে আমি বয়কট ঘোষণা করেছি। আমার সিদ্ধান্ত এরই মধ্যে ফেডারেশনকে জানিয়ে দিয়েছি।’

তবে ইসরায়েলের বিপক্ষে রাজীব না খেললে পয়েন্ট হারানোর শঙ্কা থাকবে। রাজীব বলেছেন, ‘আমরা অলিম্পিয়াডে ভালো অবস্থানে আছি। এখন আমার জায়গায় অন্যজনও যদি না খেলে তাহলে ওয়াকওভার হয়ে যেতে পারে। তবে আমার কিছু করার নেই। এটা আমার প্রতিবাদ।’

ফেডারেশন বিষয়টি জেনে ঢাকায় ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলবেন বলে রাজীব জানালেন, ‘আমাদের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন ভাই ইসরায়েলের বিপক্ষে খেলা নিয়ে কোনও বিধিনিষেধ আছে কি না দেশে কথা বলার কথা। এ ছাড়া অন্য দাবাড়ুদের কেমন অবস্থান হয় তা সবাই পরিষ্কার হবে। এই মুহূর্তে প্রতিপক্ষ বদল করাটাও কঠিন। এখন দেখা যাক কী হয়।  তবে আমি বয়কট অবস্থানেই আছি।’

/টিএ/এফআর/
সম্পর্কিত
নেতানিয়াহু-ট্রাম্পের দূরত্ব বৃদ্ধি পাচ্ছে, দাবি ইসরায়েলি সংবাদমাধ্যমের
গাজায় ত্রাণ বিতরণের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘকে সরিয়ে দেওয়ার চেষ্টা
পাকিস্তানে ভূপাতিত ভারতের ইসরায়েলি ড্রোন সম্পর্কে যা জানা গেলো
সর্বশেষ খবর
জুলাই ঘোষণাপত্র না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা
জুলাই ঘোষণাপত্র না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা
শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী তামান্না গ্রেফতার
শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী তামান্না গ্রেফতার
জাবির সব দরজা খোলা: আনচেলত্তি
জাবির সব দরজা খোলা: আনচেলত্তি
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
সর্বাধিক পঠিত
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু
চট্টগ্রামে বিএনপির সমাবেশে তামিম ইকবাল, বললেন ‘আমি পলিটিক্যাল কেউ না, স্পোর্টসম্যান’
চট্টগ্রামে বিএনপির সমাবেশে তামিম ইকবাল, বললেন ‘আমি পলিটিক্যাল কেউ না, স্পোর্টসম্যান’