X
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
৭ জ্যৈষ্ঠ ১৪৩২

রেকর্ডগড়া মীমের পুরস্কারের টাকায় ঋণ শোধ করেছিলেন বাবা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২১ মে ২০২৫, ১৯:৩৫আপডেট : ২১ মে ২০২৫, ১৯:৩৫

মিরপুর সুইমিং কমপ্লেক্সে বুধবার শুরু হয়েছে ৩৭তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতা। সারা দিনে ২৪টি ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। দিনের একমাত্র রেকর্ড গড়েছেন মীম। বিকেএসপির দশম শ্রেণীর ছাত্রী ৩টি ইভেন্টে অংশ নিয়ে সব কটিতেই সোনা জিতেছেন। তবে মীম ১০০ মিটার ফ্রি স্টাইলে সোনা জেতেন রেকর্ড গড়ে। তিনি সময় নিয়েছেন ১ মিনিট ৭ দশমিক ৫৪ সেকেন্ড। 

মীম ভেঙেছেন ১৩ বছরের পুরানো জাতীয় রেকর্ড। যেটি ২০১২ সালে করেছিলেন বাংলাদেশ আনসারের নাজমা খাতুন।

বাবুল মিয়া ও মোসাম্মৎ নাসরিন দম্পতির ৫ সন্তান। এর মধ্যে মীম দ্বিতীয়। মামা রবিউল হাসান স্বপনের উৎসাহে সাঁতারে আসা তার। ২০১৯ সালে মীম বিকেএসপিতে চতুর্থ শ্রেণিতে ভর্তি হন।

নিজের টাইমিং নিয়ে খুব সন্তুষ্ট নন মীম। সাঁতার শেষে সুইমিং পুলের পাশে দাঁড়িয়ে বলছিলেন, ‘আজ যে টাইমিং করেছি সেটা আরেকটু ভালো হতে পারতো। কিন্তু আজ আমি খুব নার্ভাস ছিলাম।’

এবার দিয়ে চতুর্থবার বয়সভিত্তিক সাঁতারে অংশ নিয়েছেন মীম। এ পর্যন্ত তার সেরা সাফল্য গত আসরে হয়েছিল। সেবার তিনি ৭টি সোনা, ২টি রুপা জেতেন। এর মধ্যে ২টি ইভেন্টে রেকর্ড গড়েন। কিন্তু এবার সব কিছু টপকে যেতে চান, ‘এবার ৯টি ইভেন্টের সবকটিতেই সোনা জিততে চাই। এবার সেরা সাঁতারু হতে চাই।’

কিশোরগঞ্জের নিকলী থেকে উঠে এসেছেন কারার ছামেদুল, কারার মিজান, আরিফুল ইসলামদের মতো অনেক সাঁতারু। সেই নিকলির কুর্শা গ্রামে দরিদ্র পরিবারে জন্ম মীমের।

পরিবারের সমর্থনে এ পর্যন্ত এসেছে তিনি, ‘আমার পরিবারের সবাই খেলাধুলা সমর্থন করেন। আব্বু আমাকে নদীতে নিয়ে যখন সাঁতার শেখান, তখন তৃতীয় শ্রেণিতে পড়ি।’

কোচ শরীফুল ইসলামের কাছে অনুশীলন করে বিকেএসপিতে সুযোগ পান মীম। রেকর্ড গড়ে সোনা জিতলে ৫ হাজার টাকা অর্থ পুরস্কার দিচ্ছে সাঁতার ফেডারেশন। টাকা পেয়ে উচ্ছ্বসিত মীম বাবার হাতে সব টাকা তুলে দেবেন।

এই বয়সেই সংসারের ভার যেন কাঁধে নিতে হচ্ছে মীমকে। জানালেন ক্যারিয়ারের প্রথম জেতা পুরস্কারের টাকা বাবা দেনা শোধ করেছিলেন, ‘আমার প্রথম জেতা পুরস্কারের টাকা দিয়ে বাবা ঋণ শোধ করেন। সেবার আমি দুটো রেকর্ড গড়ে ১০ হাজার টাকা পাই। আর বিকেএসপি থেকে আমাকে দেয় আরও ১০ হাজার টাকা। আমার আব্বু একা কাজ করেন। সংসার চালাতে হিমশিম খেতে হয় তাকে। টাকাটা পেয়ে আব্বু খুব খুশি হয়েছিলেন।’

জুনিয়রে অংশ নেওয়া মীম স্বপ্ন দেখেন অলিম্পিকে সাঁতরানোর। তবে ওয়াইল্ড কার্ড নয়, নিজের যোগ্যতায় যেতে চান, ‘আমি অলিম্পিকে ওয়াইল্ড কার্ড নিয়ে যেতে চাই না। নিজের যোগ্যতা দিয়ে যেতে চাই।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত: সেনাপ্রধান
ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত: সেনাপ্রধান
ভারতে যৌথবাহিনীর অভিযানে ৩০ মাওবাদী নিহত
ভারতে যৌথবাহিনীর অভিযানে ৩০ মাওবাদী নিহত
জাকির গ্রুপের হামলায় ডিআরইউ সভাপতিসহ ১০ সাংবাদিক আহত
জাকির গ্রুপের হামলায় ডিআরইউ সভাপতিসহ ১০ সাংবাদিক আহত
অবশেষে ইসলামী ব্যাংকের এমডি মুনিরুল মওলাকে অপসারণ
অবশেষে ইসলামী ব্যাংকের এমডি মুনিরুল মওলাকে অপসারণ
সর্বাধিক পঠিত
কক্সবাজারে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রশিক্ষণ দিলো মার্কিন সেনা-বিমান বাহিনী
কক্সবাজারে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রশিক্ষণ দিলো মার্কিন সেনা-বিমান বাহিনী
ধানমন্ডি থানা থেকে ৩ জনকে ছাড়িয়ে নেওয়ার ঘটনায় হান্নান মাসউদকে শোকজ
ধানমন্ডি থানা থেকে ৩ জনকে ছাড়িয়ে নেওয়ার ঘটনায় হান্নান মাসউদকে শোকজ
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকা ফেরার নির্দেশ
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকা ফেরার নির্দেশ
পাসপোর্টের সেই বিতর্কিত তিন পরিচালকের ‘বিদায়ঘণ্টা’ বাজছে
পাসপোর্টের সেই বিতর্কিত তিন পরিচালকের ‘বিদায়ঘণ্টা’ বাজছে
আন্দোলনে স্থবির রাজধানী, চারপাশে যান চলাচল বন্ধ
আন্দোলনে স্থবির রাজধানী, চারপাশে যান চলাচল বন্ধ