X
শুক্রবার, ২৩ মে ২০২৫
৮ জ্যৈষ্ঠ ১৪৩২

প্রেসিডেন্ট কাপ টেবিল টেনিস শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০২৫, ২৩:০৬আপডেট : ২২ মে ২০২৫, ২৩:১১

আজ বৃহস্পতিবার বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন (বিটিটিএফ) এর উদ্যোগে প্রেসিডেন্ট কাপ ওপেন র‍্যাঙ্কিং প্রাইজমানি টেবিল টেনিসের উদ্বোধন হয়েছে। ৪ দিনের এই টুর্নামেন্টে ২৮২ জন প্রতিযোগী এবং ৪০টি দল সর্বমোট ৮টি ক্যাটাগরিতে নিজেদের মধ্যে লড়াইয়ে অবতীর্ণ হচ্ছে। 

পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ উডেন ফ্লোর স্টেডিয়ামে সকাল ১০টায় অনূর্ধ্ব ১৯ বালক, বালিকা, পুরুষ এবং মহিলা টেবিল টেনিস খেলোয়াড়দের মধ্যে একক এবং দলগত খেলা শুরু হয়। বিকেলে টুর্নামেন্টের উদ্বোধন  করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন মাকসুদ আহমেদ (সনেট)। এ সময় ভাইস প্রেসিডেন্ট তাহমিনা তারমিন বিনু, জয়েন্ট সেক্রেটারি নাসিমুল হাসান কচিসহ নির্বাহী কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের আয়োজনে স্পন্সর সহযোগিতা করছে মাইক্রো-ফাইবার গ্রুপ এবং ইনসেপ্টা ফার্মা। 

বালক অনূর্ধ্ব-১৯ দলগত ইভেন্টে ১৭টি দল, বালিকা অনূর্ধ্ব-১৯ এর দলগত ইভেন্টে ৮টি দল, পুরুষ দলগত ইভেন্টে ২৫টি দল এবং মহিলা দলগত ইভেন্টে ১০টি দল অংশগ্রহণ করছে। ৪টি ক্যাটাগরিতে ৪০টি দল নিজেদের মধ্যে চ্যাম্পিয়নের জন্য লড়বে।

প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ জেল পুলিশ, মাইক্রো ফাইবার গ্রুপ টিটি একাডেমি, রাজশাহী টেবিল টেনিস কমিউনিটি, ফিউচার স্পোর্টিং ক্লাব, জিটিটি, মীরপুর টেবিল টেনিস একাডেমি, ব্যাটম্যান ক্লাব, উত্তরা টেবিল টেনিস একাডেমি, ব্যাংকার্স ক্লাব, ডুফা ক্লাব, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, কুষ্টিয়া, জয়পুরহাট, যশোহর, চাঁদপুরসহ বেশ কয়েকটি দল অংশগ্রহণ করছে। 

একক টেবিল টেনিস ইভেন্টে সর্বমোট ২৮২ জন খেলোয়াড় রেজিস্ট্রেশন করেছে। এর মধ্যে পুরুষ এককের উত্তেজনাপূর্ণ খেলায় সর্বোচ্চ ১৪৪ জন অংশগ্রহণ করছে। এছাড়া বালক এককে ৬৮ জন, মহিলা এককে ৩৯ জন এবং বালিকা এককে ৩১ জন নিজেদের মধ্যে লড়বে।  

ক্যাপ্টেন মাকসুদ আহমেদ (সনেট) তার বক্তব্যে বলেন, 'আমরা দায়িত্ব নেওয়ার পর একমি কাপ এবং পর লেবেল টু কোচেস প্রোগাম হাতে নেওয়া হয়েছে। ঈদের পরেই লেবেল ওয়ান কোচেস প্রোগাম এবং বেসিক অ্যাম্পোয়ার্স কোচিং এবং বিকেএসপি এবং ঢাকার উডেন ফ্লোরে জাতীয় দলের ক্যাম্পের পরিকল্পনা রয়েছে।'

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্শের ঝড়ো সেঞ্চুরিতে গুজরাটকে হারালো লখনউ
মার্শের ঝড়ো সেঞ্চুরিতে গুজরাটকে হারালো লখনউ
করাচিকে বিদায় করে টিকে থাকলো সাকিবদের লাহোর
করাচিকে বিদায় করে টিকে থাকলো সাকিবদের লাহোর
জুলাই ঐক্য বিনষ্টের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
জুলাই ঐক্য বিনষ্টের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
ক্রলি, ডাকেট ও পোপের সেঞ্চুরিতে প্রথম দিনেই ইংল্যান্ডের রান উৎসব
ক্রলি, ডাকেট ও পোপের সেঞ্চুরিতে প্রথম দিনেই ইংল্যান্ডের রান উৎসব
সর্বাধিক পঠিত
বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন: আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান ৪ বিদেশি সংগঠনের
বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন: আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান ৪ বিদেশি সংগঠনের
যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরই খাবে: আসিফ মাহমুদ
যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরই খাবে: আসিফ মাহমুদ
বাংলাদেশে জনগণের মৌলিক স্বাধীনতা ঝুঁকিতে ফেলেছে সরকার: এইচআরডব্লিউ
বাংলাদেশে জনগণের মৌলিক স্বাধীনতা ঝুঁকিতে ফেলেছে সরকার: এইচআরডব্লিউ
নওগাঁয় আম পাড়া শুরু, আম্রপালি পাওয়া যাবে কবে
নওগাঁয় আম পাড়া শুরু, আম্রপালি পাওয়া যাবে কবে
‘বিভাজনমূলক’ বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন উপদেষ্টা মাহফুজ
‘বিভাজনমূলক’ বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন উপদেষ্টা মাহফুজ