আজ শুক্রবার শহীদ তাজউদ্দিন আহমেদ উডেন ফ্লোরে প্রেসিডেন্ট কাপ টেবিল টেনিস টুর্নামেন্টের দ্বিতীয় দিনে অনূর্ধ্ব-১৯ বালিকা দলগত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
সেনাবাহিনীর সদস্যরা হলেন বালিকা বিভাগের শীর্ষ ৩ র্যাঙ্কিংধারী খেলোয়াড় খই খই সাই মারমা, রেশমি তঞ্চগা ও ঐশী রহমান। ফাইনালে তারা রানার্সআপ উত্তরা টেবিল টেনিস একাডেমির বিপক্ষে ৩-০ সেটে বিজয়ী হয়েছে। উত্তরা টেবিল টেনিস দলের সদস্যরা হলেন মুসরাত জান্নাত সিগমা, লাবনী দত্ত, শ্রাবন্তী দেবনাথ রাণী ও নুসরাত জাহান অনন্যা।
প্রতিযোগিতার অপর সেমিফাইনালিস্ট হলো বাংলাদেশ জেল টেবিল টেনিস দল এবং জেবিএল ৭১।