X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

জোকোভিচের কোচ হলেন আগাসি

স্পোর্টস ডেস্ক
২২ মে ২০১৭, ১৫:০৯আপডেট : ২২ মে ২০১৭, ১৫:১৭

জোকোভিচের কোচ হলেন আগাসি ক্লে কোর্টে ছন্দ হারিয়েছেন। এই অবস্থা বদল করতেই পুরো কোচিং দলকে মে মাসের শুরুতে ছাঁটাই করে বসেন নোভাক জোকোভিচ। তার পথ চলার অনেক লম্বা সময়ের সাক্ষী সেই কোচ মারিয়ান ভাইদাকেও বরখাস্ত করতে দ্বিধা করেননি। কারণ লক্ষ্য একটাই-এবার পুরনো ছন্দে ফিরতে চান সার্বিয়ান তারকা। তাই রোঁলা গারোর আগেই কিংবদন্তি আন্দ্রে আগাসিকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানিয়েছেন, সাবেক এক নম্বর তারকা।

অবশ্য এই খবরটি দিতে হতাশার ক্ষণটিকেই বেছে নেন এই তারকা। ইতালিয়ান ওপেনের ফাইনালে আলেক্সান্দার জেভেরেভের কাছে হার মানেন। র‌্যাংকিংয়ে দুইয়ে নেমে যাওয়া জোকোভিচ জানিয়েছেন ফ্রেঞ্চ ওপেনেই তার সঙ্গে থাকবেন যুক্তরাষ্ট্রের সাবেক এই তারকা।

এর আগে অবশ্য শোনা যাচ্ছিল, পুরনো কোচ বরিস বেকারকেই ফিরিয়ে আনবেন তিনি। কিন্তু আগাসিকেই বেছে নিলেন শেষ পর্যন্ত। যার ব্যাখ্যায় জোকোভিচ বলেছেন, ‘কয়েক সপ্তাহ আগেই আগাসির সঙ্গে আমি কথা বলেছি। এরপরেই সিদ্ধান্ত নেই প্যারিসে তিনি আমার সঙ্গে থাকবেন।’

এবার ফের রোঁলা গারোয় সাফল্য পাবেন কিনা এমন প্রশ্নে খানিকটা কৌশলেই উত্তর দিলেন জোকোভিচ, ‘দেখা যাক ভবিষ্যৎ কী নিয়ে আসে। তবে আমরা দুজনেই এক সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।  দেখা যাক এই জুটি আমাদের কোথায় নিয়ে যায়।’

বেকার জোকোভিচের সঙ্গে কাজ করেছেন তিন বছর। এবার আগাসিকে নিয়ে তার পথ চলাটা কতদূর যাবে? এমন প্রশ্নে সংশয় রেখেই দিলেন সার্বিয়ান তারকা, ‘আমাদের এখন পর্যন্ত দীর্ঘস্থায়ী কোনও চুক্তি নেই। আপাতত প্যারিসে নিজেদের জানার চেষ্টা করবো।’ এই জানার চেষ্টাতেই জোকোভিচ রোঁলা গারো মাতাতে পারেন কিনা সেটাই এখন দেখার বিষয়।

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে মিশরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা
ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে মিশরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা
বিএনপি নেতাদের কথা মাঠকর্মীরা শোনে না: ওবায়দুল কাদের
বিএনপি নেতাদের কথা মাঠকর্মীরা শোনে না: ওবায়দুল কাদের
কয়েকটি দেশেই আটকে আছে সম্ভাবনাময় শ্রমবাজার
কয়েকটি দেশেই আটকে আছে সম্ভাবনাময় শ্রমবাজার
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে