গতকাল ফ্রেঞ্চ ওপেনের শুরুর দিনটা ছিল রাফায়েল নাদালের জন্য বিশেষ। ক্লে কোর্টের যে আঙিনায় তার একক রাজত্ব সেখান থেকে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায়ের মঞ্চ সাজিয়েছিল কর্তৃপক্ষ। উদ্দেশ্য গত নভেম্বরে অবসরে যাওয়া নাদালকে যেন সবাই শ্রদ্ধার সঙ্গে বিদায় সংবর্ধনা জানাতে পারেন। সেজন্য কোর্ট ফিলিপ শাত্রিয়ের ১৫ হাজার দর্শকের সবাইকে বিনামূলে টি-শার্ট দিয়েছিলেন আয়োজকরা। কিন্তু পরে সেই টি-শার্ট নিয়েই দেখা গেলো বিতিকিচ্ছিরি কাণ্ড। ফ্রি টি-শার্টগুলোকে আবার অনেকে চড়া দামে অনলাইনে বিক্রি করছেন!
ফ্রেঞ্চ টেনিস ফেডারেশনের সভাপতি গিলস মোরেতোঁ অবশ্য এমন কাণ্ডকে দুঃখজনক বলেছেন। তার মতে, ‘রাফায়েল নাদালকে বিদায় জানাতে রোলাঁ গারোর অনুষ্ঠানে বিতরণ করা টি-শার্ট অনলাইনে বিক্রি হওয়া দুঃখজনক।’
আয়োজকরা রবিবার কোর্টের ১৫ হাজার ০০০ দর্শকের সবাইকে বিনামূল্যে টি-শার্ট দিয়েছিলেন। স্প্যানিশ ভাষায় তাতে যা লেখা ছিল তার বাংলা ছিল- ধন্যবাদ, রাফা। বিভিন্ন রঙের টি-শার্টে তৈরি করা হয়েছিল বিভিন্ন ধরনের বার্তা। সেখানে ছিল নাদালের রেকর্ড ১৪টি ফ্রেঞ্চ ওপেন নিয়ে ইঙ্গিতবহ বার্তাও!
সাদামাটা কমলা বা সাদা রঙের এই টি-শার্টগুলোর গায়ে তারিখও লেখা ছিল ২৫/০৫/২০২৫। যা পরে ভিন্টেড ও লেবনকয়েন-এর মতো সাইটে ১৫০ ইউরো থেকে শুরু করে ৫০০ ইউরো দামে বিক্রির জন্য তালিকাভুক্ত হয়েছে।
যা মোটেও ভালো চোখে নেয়নি ফ্রেঞ্চ টেনিস ফেডারেশন। সংস্থাটির প্রধান বলেছেন, ‘আপনারা কী চান আমি বলি — আমাদের উচিত ছিল না এগুলো বানানো? কিছু মানুষ এটা দিয়ে টাকা উপার্জনের চেষ্টা করছে। ব্যাপারটা কিছুটা দুঃখজনক, কিন্তু অনুষ্ঠান শেষে টি-শার্টগুলো ফিরিয়ে নেওয়ার কথা আমরা ভাবিনি, সেটাও সঠিক হতো না।’
তিনি এসময় কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমি সত্যিই কৃতজ্ঞ যে প্রায় ৯৮ শতাংশ মানুষ নাদালের প্রতি শ্রদ্ধা জানাতে টি-শার্টগুলো পরেছিলেন। এটি রোলাঁ গারোর বিশেষত্ব, এমন কিছু যা অন্য কোথাও দেখা যায়নি এবং একারণেই মানুষ এগুলো কিনতে চায় এত উঁচু দামে।’
আবেগঘন সেই অনুষ্ঠানে রাফায়েল নাদাল অশ্রু ধরে রাখতে পারেননি। কোর্টে তার সঙ্গে ছিলেন পুরনো প্রতিদ্বন্দ্বী রজার ফেদেরার, নোভাক জোকোভিচ ও অ্যান্ডি মারে।