X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

বায়োমেট্রিক কেলেঙ্কারি: অভিযোগের তীর রিটেইলারদের দিকে

হিটলার এ. হালিম
০২ জুলাই ২০১৬, ০০:০৪আপডেট : ০২ জুলাই ২০১৬, ০০:০৬

বায়োমেট্রিক কেলেঙ্কারি: অভিযোগের তীর রিটেইলারদের দিকে বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইলফোনের সিম নিবন্ধনে জালিয়াতির ঘটনায় অভিযোগের তীর এখন রিটেইলারদের বিরুদ্ধে। সংশ্লিষ্টরা সন্দেহ করছেন, রিটেইলারদের মাধ্যমেই এই জালিয়াতির ঘটনা ঘটেছে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, গ্রাহকের অজান্তে তাদের অসচেতনতার সুযোগ নিয়ে রিটেইলাররা (খুচরা সিম বিক্রেতা ও সিম নিবন্ধনকারী) বারবার আঙুলের ছাপ নিয়ে একাধিক সিম নিবন্ধন করিয়ে নিয়েছেন। এ ব্যাপারে মোবাইলফোন ব্যবহারকারীদের আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

বায়োমেট্রিক (আঙুলের ছাপ) পদ্ধতিতে মোবাইলফোন সিম নিবন্ধন নিয়ে সংঘবদ্ধ চক্রের জালিয়াতি ঠেকাতে ৭ জুলাই থেকে মোবাইলফোন ব্যবহারকারীকে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সংশ্লিষ্টদের নামে কয়টি করে সিম নিবন্ধন হয়েছে। তবে সিদ্ধান্তটি আগের হলেও সম্প্রতি সিম নিয়ে জালিয়াতির ঘটনা ঘটায় বিষয়টি সম্প্রতি সামনে চলে আসে। এখন গ্রাহকদের অপেক্ষা করতে হবে ৭ জুলাই পর্যন্ত। যদিও কোনও কোনও মোবাইলফোন অপারেটর এরই মধ্যে গ্রাহকদের এসএমএস পাঠিয়ে গ্রাহকদের জানাতে শুরু করেছে একটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে কতটি সিম নিবন্ধন করা হয়েছে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম বৃহস্পতিবারও সংবাদ সম্মেলনে বিষয়টির প্রতি আবারও জোর দিয়েছেন। বলেছেন, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অভিযান চালাতে অনুরোধ করে বলেছি, পুরোদস্তুর অভিযান চালান, পুরো গ্রুপকে ধরে চালান করে দেন। কাউকে কোনও ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, পুলিশ অভিযান চালিয়ে সিম উদ্ধারসহ জড়িতদের গ্রেফতার করছে। এর মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

তারানা হালিম বলেন, আমরা তদন্ত করে দেখব, রিটেইলার, মোবাইল অপারেটর যারাই দায়ী হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে কিভাবে মোবাইলফোনের সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনের সময় জালিয়াতি করা হয়েছে সে বিষয়ে এখনও পরিষ্কার ধারণা পাওয়া যায়নি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আইটি ফরেনসিক বিভাগের একজন  জ্যেষ্ঠ কর্মকর্তাও এমনটি মনে করেন। তার ধারণা এই কাজটি বেশ জটিল ও প্রতি পদক্ষেপই ঝুঁকিপূর্ণ।

নাম প্রকাশ না করার শর্তে বলেন, এ ঘটনায় বরাবরই একটি ঝুঁকি ছিল। আমরা সে বিষয়ে আগেই সন্দেহ করেছিলাম। কারণ হিসেবে তিনি বলেন, যতই বলা হোক না কেন মোবাইলফোন অপারেটরদের ফিঙ্গার প্রিন্ট সংগ্রহের ডিভাইসে কোনও মেমোরি নেই কিন্তু ইন্টারনেট সংযোগ হিসেবে সংশ্লিষ্ট অপারটরের নেটওয়ার্ক ব্যবহার করা হয়েছে। এখানেই সন্দেহ থেকে যায় বলে মনে করেন ওই কর্মকর্তা। তিনি বলেন, আমার ঘরের বারান্দা দিয়ে আপনি হেঁটে যাবেন আর ঘরের বারান্দায় আপনার পায়ের কোনও ছাপ পড়বে না বা থাকবে না, তা হতেই পারে না। এই কর্মকর্তা তার এই বক্তব্যের প্রতি ইঙ্গিত করে বলেন, আপনার যা বোঝার তা বুঝে নিন। কিভাবে ঘটনাটি ঘটতে পারে, তা জানতে চাইলে তিনি বলেন, এখনও চূড়ান্ত সিদ্ধান্তে আসার সময় হয়নি। তবে তিনি মনে করেন, মানুষের অসচেতনতার কারণেই এমনটি ঘটেছে এবং গ্রামেই এ ঘটনা বেশি ঘটেছে। 

তারানা হালিম আরও বলেন, মোবাইলফোন অপারেটরগুলোর কাছে আমাদের আঙুলের ছাপ আগে থেকেই ছিল। এনআইডিও অপারেটরগুলোর কাছে রয়েছে। সেসবের যে কোনও অপব্যবহার হচ্ছে না তার নিশ্চয়তা কে দেবে। প্রশ্ন করেন তিনি।

সিম জালিয়াতিতে গ্রেফতারকৃতদের প্রসঙ্গে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির পরিচালক লে. কর্নেল সুফি মোহাম্মদ মইনুদ্দীন বলেন,  আমাদের আরেকটু ডিটেইলসে গিয়ে দেখতে হবে কাজটি তারা কিভাবে করেছে। এটা জানাটা খুবই জরুরি।

নাম প্রকাশ না করার শর্তে একজন টেলিকম বিশেষজ্ঞ বাংলা ট্রিবিউনকে বলেন, এই ঘটনায় রিটেইলাররা জড়িত হলে মোবাইলফোন অপারেটররাও ফেঁসে যাবে। কারণ রিটেইলাররা তাদেরই নিয়োগ দেওয়া। এ দায় কোনওভাবেই তারা এড়াতে পারবে না। যতই তারা ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করুক না কেন। তিনি উল্লেখ করেন, মোবাইল অপারেটরগুলোর প্রায় আড়াই কোটির বেশি সিম নিবন্ধিত হয়নি। এটা বড় ধরনের একটা ধাক্কা। এই ধাক্কা পুষিয়ে নেওয়ারও একটা চেষ্টা থাকতে পারে। তা না হলে রিটেইলাররা এ ধরনের ঘটনা ঘটানোর সাহস করে কিভাবে?   

জানা যায়, মোবাইলফোন অপারেটরগুলোকে নিবন্ধিত সিমের সংখ্যা লিখিতভাবে সরকারকে জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে অপারেটরগুলোকে তাদের নিযুক্ত রিটেইলারদের তালিকাও জমা দিতে হবে।

প্রসঙ্গত, এর আগে বিভিন্ন অভিযোগের কারণে প্রায় ৩০ জন রিটেইলারের লাইসেন্স বাতিল করা হয়। ফলে অভিযোগের তীর রিটেইলারদের বিরুদ্ধে আগে থেকেই ছিল।

/এমএনএইচ/আপ-এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ