X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

কেনাকাটার অ্যাপ পে-৩৬৫

মাহবুবুর রহমান
১১ আগস্ট ২০১৬, ১৮:৫২আপডেট : ১১ আগস্ট ২০১৬, ১৯:১৩

পে-৩৬৫ নিয়ে বলছেন জুনাইদ আহমেদ পলক  

হাতের মোবাইলফোনটিকে ওয়ালেটে রূপ দিতে ব্যবহার করা হবে একটি অ্যাপ। পে-৩৬৫ নামের এই অ্যাপটি বৃহস্পতিবার বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসিস সভাপতি মোস্তাফা জব্বার, ফাইনটেকের প্রতিষ্ঠাতা মোহায়মেন মোস্তফা ও ডাটা সফটের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব জামান।

জুনাইদ আহমেদ পলক বলেন, প্রযুক্তি জীবনযাত্রার মানকে দিন দিন উন্নত করছে। প্রযুক্তিতে যত উন্নত হওয়া যাবে বিশ্ব দরবারে দেশের মর্যাদা ততোটাই সমুন্নত রাখা যাবে। তিনি আরও বলেন, নিরাপত্তা বজায় রেখে দ্রুততার সঙ্গে অ্যাপটির মাধ্যমে লেনদেন গ্রাহকের ঝক্কি অনেকটাই লাঘব করবে।     

অ্যাপটির ব্যবহার নিয়ে মাহবুব জামান বলেন, যেকোনও স্মার্টফোনে অ্যাপটি ইনস্টল করার পর একটি কাড নম্বর দিয়ে একবার সাইন-আপ করলে পরবর্তীতে তা স্বয়ংক্রিয়ভাবে চালু হবে। তবে এতে ‘টু ফ্যাক্টর অথেনটিকেশন’ও ব্যবহার করা হয়েছে। ফলে ফোন হারিয়ে গেলেও পিন নম্বর ছাড়া তৃতীয় কোনও ব্যক্তি লেনদেন করতে পারবে না। তিনি আরও বলেন, অ্যাপটির মাধ্যমে মীনা বাজার, আগোরা, ক্রিমসন কাপ, টাবাক, কোবে, টোকিও এক্সপ্রেস, হাঙ্গরি নাকি ডট কম, বাগডুমের মতো প্রতিষ্ঠানগুলো থেকে কেনাকাটা করা যাবে।

অ্যাপটির উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা

ফাইনটেক লিমিটেডের প্রতিষ্ঠাতা মোহায়মেন মোস্তফা জানান, নিরাপত্তা বজায় রাখতে পে-৩৬৫ অ্যাপটিতে ভিসা, মাস্টারকার্ড এবং বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থার নিয়ম নীতি অনুসরণ করা হয়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে ডাচ-বাংলা ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ের গ্রাহকরা কেনাকাটা করতে পারবেন। পরবর্তীতে সব ব্যাংকের গ্রাহকরা এই অ্যাপটির সুবিধা ভোগ এবং মোবাইলফোন সেট হারিয়ে গেলে অ্যাপ ব্যবহারকারী কাস্টমার কেয়ারে ফোন দিয়ে উপযুক্ত প্রমাণ দিয়ে তার অ্যাকাউন্ট বন্ধ করতে পারবেন।

/এইচএএইচ/

আরও পড়তে পারেন: চলতি বছরই ন্যাশনাল ডেমো ডে, প্রযুক্তিভিত্তিক বিভিন্ন পণ্যর ‘নমুনা’ প্রদর্শনী



 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ