X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

স্মার্টফোন চালাবে শরীরে অাঁকা ট্যাটু

আনোয়ারুল ইসলাম জামিল
১৯ আগস্ট ২০১৬, ২০:৪৩আপডেট : ১৯ আগস্ট ২০১৬, ২০:৪৭

এই সেই ট্যাটু

ফ্যাশনের জন্যই শরীরে ট্যাটু আঁকে অনেকে। শরীরে আঁকা সেই ট্যাটু দিয়ে ফোনও চালানো সম্ভব- এমন ধারণা নিয়ে কাজ করে সাফল্য পেয়েছেন গবেষকরা।

শরীরের চামড়ায় লাগানো অস্থায়ী ট্যাটু দিয়ে স্মার্টফোন চালানোর ব্যবস্থা করতে যাচ্ছেন গবেষকরা। এ নিয়ে প্রাথমিক গবেষণা শেষে একটি নমুনা (প্রোটোটাইপ) সংস্করণ তৈরি করা হয়েছে। এমআইটি মিডিয়ার ল্যাবের একদল পিএইচডি গবেষক ও মাইক্রোসফট রিসার্চের একদল গবেষক যৌথভাবে এই ট্যাটু তৈরি করেছেন। অস্থায়ী এই ট্যাটুর মাধ্যমে টাচপ্যাডের বা টাচস্ক্রিনের স্মার্টফোন ব্যবহার করা যাবে। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ এবং দ্য ওয়াশিংটন পোস্ট।

এই ট্যাটুটির নাম রাখা হয়েছে ডুয়ো স্ক্রিন। আগামী মাসে এটি প্রদর্শন করা হতে পারে। গবেষকরা বলেছেন, যেকোনও গ্রাফিকস সফটওয়্যার ব্যবহার করে একটি সার্কিটের নকশা করতে হবে প্রথমে। আর এর ভেতরে জুড়ে দেওয়া হবে সোনালি তার যা বিদ্যুৎ পরিবাহী। এর মাধ্যমেই শরীরে লাগানো ট্যাটুটিকে একটি টাচপ্যাডে পরিণত করা সম্ভব। এছাড়া একে আরও কিভাবে ফোনের সঙ্গে যুক্ত করা যায় তা নিয়ে আরও বিস্তারিত গবেষণা করছেন গবেষকরা।

ট্যাটুর ওপর হাত বোলালেই সেটা ফোনের স্ক্রিন কাজ করবে। ফলে দূর থেকেই টাচ স্ক্রিনটিকে নিয়ন্ত্রণ করা যাবে। এছাড়া এই প্রযুক্তি ব্যবহার করে ট্যাটুর মধ্যে এলইডি বাতির সাহায্যে আলো জ্বালানো যাবে। এতে ট্যাটুগুলো হবে আরো আকর্ষণীয়। তবে এ ধরনের গবেষণা এবারই প্রথম নয়। ২০১০ সালেও এরকম এক গবেষণা চালিয়েছিলেন পেনসিলভেনিয়ার কার্নেগি মেলন ইউনিভার্সিটির এক ছাত্র। সেই প্রকল্পেও সহযোগী ছিল মাইক্রোসফট রিসার্চ।

স্ক্রিনপুট নামের ওই গ্যাজেটটি দিয়ে হাতের ওপর টাচস্ক্রিনের মতো করে ছবি আঁকার ব্যবস্থা করা হয়েছিল।

/এইচএএইচ/

আরও পড়তে পারেন: জীবন থেকে শিক্ষা নিয়ে সাদ্দামের ‘নিজেকে রক্ষা’র অ্যাপ



সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ