X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

সেরা স্টার্ট-আপ হিসেবে ফিনল্যান্ড যাচ্ছে আরএক্স-৭১

রুশো রহমান
২৭ অক্টোবর ২০১৬, ১৭:৩১আপডেট : ২৭ অক্টোবর ২০১৬, ১৭:৩১

 

আরএক্স ৭১

ইউরোপের সবচেয়ে বড় স্টার্টআপ প্রযুক্তি আয়োজন ‘স্ল্যাশ ২০১৬ গ্লোবাল ইমপ্যাক্ট এক্সিলারেটর’ ( জিআইএ) -এ অংশগ্রহণের সুযোগ পাচ্ছে বাংলাদেশি স্টার্ট আপ আরএক্স-৭১(https://rx71.co)। ২২ নভেম্বর থেকে ১ ডিসেম্বর ফিনল্যান্ডের হেলসিংকিতে এটি অনুষ্ঠিত হবে। এই ইভেন্টে অংশ নিয়ে বিশ্বের বড় বড় অর্থায়নকারী প্রতিষ্ঠানের কাছে নিজ নিজ উদ্ভাবনী প্রকল্প তুলে ধরতে পারবেন প্রতিযোগীরা। বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর প্রকল্প পছন্দ হলে মিলতে পারে বড় অর্থায়ন। গত বছর এই আয়োজনের প্রথম পুরস্কার ছিল সাড়ে ছয় লাখ ইউরো।

আরএক্স ৭১ ছাড়াও বাংলাদেশ থেকে এই আয়োজনে যাওয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশি স্টার্ট আপ ‘১০ মিনিটস স্কুল’। 

২০ অক্টোবর স্ল্যাশের ওয়েবসাইটে প্রতিযোগী হিসেবে ​ফিনল্যান্ডের টিকিট পাওয়া প্রতিযোগীদের নাম প্রকাশ করা হয়। এইসব স্টার্টআপের ​ফিনল্যান্ড যাওয়ার যাবতীয় খরচ স্ল্যাশ বহন করে থাকে।  

স্ল্যাশের তথ্য অনুযায়ী, বৈশ্বিক এ প্রতিযোগিতায় হাজারো উদ্যোক্তা অংশ নেন। স্ল্যাশের আঞ্চলিক প্রতিযোগিতায় উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেন উদ্যোক্তারা। বিশ্বের ২১টি দেশে এ প্রতিযোগিতা হয় এবং ৪০টি স্টার্টআপ চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হয়।

গত আগস্টে ঢাকার (ধানমণ্ডি) ইএমকে সেন্টারে অনুষ্ঠিত প্রাথমিক বাছাই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা নিজেদের প্রকল্প তুলে ধরেন। পরে বাংলাদেশ পর্বের চূড়ান্ত বাছাই হয় এমসিসি লিমিটেডের এম-ল্যাবে। বাংলাদেশ থেকে প্রথমে ৩টি স্টার্টআপ বাছাই করে পাঠানো হয় এবং স্ল্যাশ গ্লোবাল সিলেকশন টিম দুটি প্রকল্পকে হেলসিংকির বৈশ্বিক ইভেন্টের জন্য নির্বাচিত করে।

বাংলাদেশ থেকে স্ল্যাশের প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রসঙ্গে আরএক্স৭১ এর সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী নিজাম উদ্দিন জানান, স্ল্যাশের বৈশ্বিক ইভেন্টে বাংলাদেশের উদ্যোগ হিসেবে আরএক্স-৭১ অংশ নেবে এটা গর্বের বিষয়। এই ধরনের ইভেন্টে এবারই প্রথম আমরা অংশ নিচ্ছি । গত ২ বছরের বেশি সময় ধরে ৬০ জনের বেশি উদ্যমী তরুণ তরুণী মিলে প্রচুর গবেষণালব্ধ তথ্য দিয়ে এই সার্ভিসটি চালু করা হয়েছে। গত মে মাসের সার্ভিসটি চালু করার পর আমরা ব্যাপক সাড়া পাই। এই ৫ মাসে সাড়ে তিন লাখ মানুষ আমাদের সার্ভিস নিয়েছে প্রায় ৪৫ লাখের বেশিবার।

তিনি আরও বলেন, আরএক্স-৭১ মানুষের স্বাস্থ্যগত সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করে। যেমন আমাদের অন্যতম একটা সমস্যা হলো, কোন ডাক্তারের কাছে যাব, এটা বুঝতে না পারা। আপনার যাওয়া উচিত মেডিসিন বিশেষজ্ঞের কাছে, কিন্তু চলে গেলেন সার্জনের কাছে। তাহলে বিপদে পড়ার আশঙ্কা থাকে। কিন্তু আমাদের এই অ্যাপটি আপনাকে গাইড করবে আপনার কোন ডাক্তারের কাছে যাওয়া উচিত। যে ডাক্তারের কাছে যেতে চান সেই ডাক্তারের সঙ্গে যোগাযোগের ব্যবস্থাও করবে। অ্যাপটি আপনার শারীরিক ও মানসিক লক্ষণের ভিত্তিতে আপনার সম্ভাব্য রোগের তালিকা দেওয়ার সঙ্গে রোগের বিস্তারিত তথ্যও দেবে। রোগ থেকে ভালো থাকার পরামর্শ, অ্যানিমেটেড ভিডিও ও অন্যান্য যাবতীয় তথ্যও দেবে। এছাড়া পুষ্টি তথ্যসহ আরও অনেক কিছু আছে অ্যাপে। অ্যাপ এবং সার্ভিসগুলো একদম ফ্রি। অ্যাপটির ডাউনলোড লিংক https://play.google.com/store/apps/details?id=co.rx71.health&hl=en)

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার