X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

৭৫ শতাংশ অ্যাপস থেকে তথ্য চুরি হয়: পলক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০১৭, ১২:৫৫আপডেট : ০৯ মার্চ ২০১৭, ১২:৫৫

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ৭৫ শতাংশ অ্যাপস থেকে তথ্য চুরি হয় বলে জানিয়েছেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, ‘যেসব অ্যাপসের সোর্স থাকে না সেগুলো অরক্ষিত। মোবাইলের নিরাপত্তা ভেঙে হ্যাকাররা অ্যাপসের মাধ্যমে ব্যবহারকারীর সব তথ্য চুরি করে।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে অনুষ্ঠিত আন্তজাতিক সাইবার নিরাপত্তা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সরকারের (আইসিটি বিভাগের এলআইসিটি প্রকল্পের) ইনসিডেন্ট রেসপন্স টিমের বর্ষপূর্তী উপলক্ষে এ সম্মেলনের আয়োজন করে আইসিটি বিভাগ।

অনঅনুমোদিত অ্যাপস ব্যবহার না করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘সাইবার দুনিয়ায় নিরাপদ থাকতে সুরক্ষিত ডাটা, সামাজিক যোগাযোগ মাধ্যম ও অ্যাপস ব্যবহার করতে হবে। প্রতি বছর দেশে ৪৪ শতাংশ ডাটার ব্যবহার বাড়ছে।’

এ সময় তিনি দেশে সাইবার সিকিউরিটির চ্যালেঞ্জ ও তার সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।

জুনাইদ আহমেদ বলেন, ‘সরকারের ২২টি সংস্থার অবকাঠামো নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। এগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগও গ্রহণ করা হয়েছে। আমাদের সরকারের লক্ষ্য দেশের প্রতিটি মানুষের ডিজিটাল স্বাক্ষর নিশ্চিত করা।’

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে লিথুনয়ার সাবেক অর্থমন্ত্রী রিমান্টাস জাইলিস ‘সাইবার ওয়ার্ল্ড ইজ গোয়িং ওয়াইল্ড: ওয়ার্ল্ড ওয়াইড ট্রেন্ডস’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- আইসিটি বিভাগের সচিব সুবির কিশোর চৌধুরী। দিনব্যাপী এ সম্মেলনে ৬টি কর্ম অধিবেশন অনুষ্ঠিত হবে।

সম্মেলন বিশ্বখ্যাত সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ফায়ার আই, এনআরডি এএস, সিএ টেকনোলজিস, মাইক্রোসফট, সিসকো, রিভ সিস্টেম ও ওয়ান ওয়ার্ল্ড ইউএসএর নিরাপত্তা বিশেষজ্ঞরা অংশ নিয়েছেন।

/এইচএএইচ/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করলো তুরস্ক
ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করলো তুরস্ক
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব কানাডার বিশ্ববিদ্যালয়গুলো
এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব কানাডার বিশ্ববিদ্যালয়গুলো
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি