X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

নিরাপদ ইন্টারনেট সেবা দিতে আইএসপিএবির কর্মশালা

রুশো রহমান
১৬ নভেম্বর ২০১৮, ১৮:৩৫আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ১৮:৩৫

কর্মশালার উদ্বোধন পর্ব আইএসপি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইিএসপিএবি) উদ্যোগে চট্টগ্রাম আইএসপিএবি’র মেম্বার, নন মেম্বার, ক্যাটাগরি এ. বি. সি ও বিটিআরসির লাইসেন্স প্রাপ্ত সব আঞ্চলিক ও স্থানীয় আইএসপিদের নিয়ে কর্মশালার আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৬ নভেম্বর) এই কর্মশালা শুরু হয়েছে। শেষ হবে শনিবার (১৭ নভেম্বর)। এতে চট্টগ্রামের বিভিন্ন আইএসপির প্রায় ৮০ জন সিস্টেম ও অপারেটর ইঞ্জিনিয়ার অংশ নিচ্ছেন।কর্মশালাটি অনুষ্ঠিত হচ্ছে হোটেল সৈকতে। 
শুক্রবার কর্মশালার উদ্বোধন করেন আইএসপিএবি’র সভাপতি এম এ হাকিম। তিনি চট্টগ্রামের বিভিন্ন আইএসপি থেকে আগত প্রশিক্ষণার্থীদের কর্মশালায় অংশ নেওয়ার জন্য ধন্যবাদ জানা। তিনি মনে করেন এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে আইএসপিগুলো উপকৃত হবে এবং নিরাপদ ইন্টারনেট সেবা মানুষের কাছে পৌঁছে দিতে সক্ষম হবে। তিনি বলেন, ‘আমরা প্রতিটি বিভাগীয় শহরে এই ধরনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করব।’ বিটিআরসির নির্দেশনা অনুযায়ী আইএসপিএবি’র সদস্য পদ গ্রহণ করা বাধ্যতামূলক। যারা এখনও ন্যাশন-ওয়াইড, সেন্ট্রাল, জোনাল ও ক্যাটাগরি এ, বি ও সি সদস্য পদ গ্রহণ করেনি তাদেরকে অনতিবিলম্বে আইএসপি অ্যাসোসিয়েশনের সদস্যপদ গ্রহণের পরামর্শ দেন। 
উপস্থিত আইএসপিএবি’র সাধারণ সম্পাদক মো. ইমদাদুল হক প্রশিক্ষণার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, আমাদের ইন্ড্রাস্ট্রি ও ব্যক্তিগত দক্ষতায় কিভাবে ইন্টারনেটকে এগিয়ে নেওয়া যায় সেই লক্ষ্যে আইএসপিএবি কাজ করে যাচ্ছে। চট্টগ্রামে আমরা বছরে দুই থেকে তিনটি প্রশিক্ষণ প্রোগ্রাম করব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএসপিএবি’র চট্টগ্রাম সাব কমিটির আহ্বায়ক আনুয়ারুল আজিম।

প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদের একটি আইএসপিতে নেটওয়ার্ক সেটআপ ও লগ সার্ভার নিখুঁতভাবে কনফিগার, তদারকি ও কোনও অযাচিত ঘটনা চিহ্নিতকরণ, প্রতিষ্ঠানের নেটওর্য়াক নিরাপদ রাখা ও টেকনিক্যাল সমস্যা হলে কিভাবে তা সমাধান করা যায় তা হাতে কলমে শেখানো হচ্ছে।

 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ