X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

‘টেশিসকে সবল করতে কোনও ব্যর্থতা মানা হবে না’

টেক রিপোর্ট
০৬ মার্চ ২০১৯, ২০:৪৫আপডেট : ০৬ মার্চ ২০১৯, ২০:৪৫

টেশিস পরিদর্শনে মোস্তাফা জব্বার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘টেলিফোন শিল্প সংস্থাকে (টেশিস) যেকোনও মূল্যে শক্তিশালী একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। কোনও অবস্থাতেই ব্যর্থ প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাই না।’ 

মন্ত্রী বুধবার (৬ মার্চ) টঙ্গীতে টেশিস স্থাপনা পরিদর্শনকালে কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এই নির্দেশনা দেন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস এ সময় উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, ‘টেশিসকে সবল করতে কোনও ব্যর্থতা মেনে নেওয়া হবে না।’ তিনি এ বিষয়ে একটি পুর্ণাঙ্গ পরিকল্পনা প্রণয়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। এত বিশাল অবকাঠামো থাকা সত্ত্বেও টেশিস পিছিয়ে থাকতে পারে না । অন্যরা পারলে টেশিস কেন পারবে না- প্রশ্ল রাখেন মন্ত্রী। সঠিক কর্মপরিকল্পনা নিয়ে এগুতে পারলে টেশিসকে শক্তিশালী করা কঠিন হবে না বলে তিনি মনে করেন। এতকাল বাজার ও উৎপাদন বিষয়ে কোনও গবেষণা ও কর্মপরিকল্পনা না থাকায় মন্ত্রী বিস্ময় প্রকাশ করেন।

মন্ত্রী তুলনামূলক সাশ্রয়ী মূল্যে গুণগতমানের দোয়েল ল্যাপটপ তৈরি ও তা ক্রয়ে ক্রেতাদের আগ্রহী করে তোলার প্রয়োজনীয়তা ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘পাইরেসি সফটওয়্যার ব্যবহারের সংস্কৃতি যেন দোয়েলকে স্পর্শ করতে না পারে, এ বিষয়য়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। চাহিদাভিত্তিক গুণগতমানের ডিভাইস উৎপাদন ও বাজারজাত করার মাধ্যমে জনগণের হাতে পণ্য পৌঁছে দিতে ব্যবস্থা করতে হবে। জনগণের কাছে পৌঁছতে না পারলে টিকে থাকা যায় না।

মন্ত্রী জানান, মোবাইল সেট এখন মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডের দখলে। গত কয়েক মাসে দেশে ৬টি মোবাইল সেট উৎপাদন কারখানা চালু হয়েছে। এই মাসেই আরও একটি কারখানার উদ্বোধন হবে।

ডাক ও টেলিযোগাযোগ সচিব প্রতিষ্ঠানটির সাংগঠনিক বিস্তারিত কর্মপরিকল্পনা না থাকায় অসন্তোষ প্রকাশ করেন। তিনি যথাযথ কর্মপরিকল্পনা প্রণয়ণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘যোগ্যতা দিয়েই প্রতিষ্ঠানটিকে প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে হবে।’

২০১০ সালে টেশিস কোম্পানিতে রূপান্তর হওয়ার পর বর্তমানে দোয়েল ল্যাপটপ ছাড়াও ডিজিটাল টেলিফোন সেট, পিএবিএক্স, বৈদ্যুতিক ডিজিটাল মিটার, মোবাইল ব্যাটারি ও চার্জার উৎপাদন ও বাজারজাত করছে।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৯ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৯ মে, ২০২৫)
কনফারেন্স লিগের ফাইনালে চেলসি, প্রতিপক্ষ রিয়াল বেতিস
কনফারেন্স লিগের ফাইনালে চেলসি, প্রতিপক্ষ রিয়াল বেতিস
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
ইউরোপা লিগের ফাইনালে ম্যানইউ-টটেনহাম
ইউরোপা লিগের ফাইনালে ম্যানইউ-টটেনহাম
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ