৫০০ মিলিয়ন ইন্সটলের লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে গুগলের মেসেজিং অ্যাপটি। গুগল প্লে-স্টোর থেকে ৫০০ মিলিয়নের বেশি ব্যবহারকারী অ্যালো নামের এই অ্যাপটি ইন্সটল করেছেন।
গুগল এক্ষেত্রে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারী ফোন কোম্পানিগুলোকে এই মেসেজিং অ্যাপটি ব্যবহার করতে বাধ্য করে না।
২০১৪ সালে চালু হওয়া গুগল এর এই অফিসিয়াল বার্তা আদান প্রদানকারী অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীরা একে অপরের মধ্যে টেক্সট বার্তা, জিআইএফ, ইমোজি, স্টিকার, ছবি, ভিডিও এবং অডিও বিনিময় করতে পারে। অনেকটা অ্যাপলের আই মেসেজের মতো কাজ করলেও জনপ্রিয়তায় গুগলের মেসেজিং অ্যাপটি অনেক এগিয়ে।
গুগলের পিক্সেল লাইন-আপের পাশাপাশি নকিয়া ও হুয়াওয়ের অ্যান্ড্রয়েড ওয়ান ডিভাইসের মত কিছু স্মার্টফোনে গুগলের এই মেসেজিং অ্যাপটি ডিফল্ট এসএমএস অ্যাপ হিসেবে ব্যবহার হয়ে আসছে।
আর ৫০০ মিলিয়ন ইন্সটলের লক্ষ্যমাত্রা স্পর্শ করার মাধ্যমে শীর্ষ ২৫টি কমিউনিকেশন অ্যাপের তালিকাতেও স্থান করে নিলেঅ গুগলের মেসেজিং অ্যাপ। এর পাশাপাশি গুগল প্লে স্টোরে ফোর স্টার রেটিং রয়েছে অ্যাপটির।
সূত্র: গেজেটস নাউ