গ্লোবাল ব্র্যান্ড নিয়ে এলো ডেলের ইন্সপাইরন ৩১৪৮ মডেলের একের ভিতরে ২ ডিভাইসের আল্ট্রাবুক।
আল্ট্রাবুকটির ১১.৬ ইঞ্চির মাল্টি-টাচ স্ক্রিন ফিচারের ডিসপ্লেটিকে ৩৬০-ডিগ্রি পর্যন্ত ঘুরিয়ে ল্যাপটপ মোড, স্ট্যান্ড মোড,টেন্ট বা তাঁবু মোড এবং ট্যাবলেট পিসি মোড এই ৪টি মোডে ব্যবহার করা যায়।
আল্ট্রাবুকটিতে আরও রয়েছে ১.৭ গিগা গতির চতুর্থ প্রজন্মের ইন্টেল কোরআই-৩ প্রসেসর, ৪ জিবি র্যাম, ৫০০জিবি হার্ডডিস্ক, এইচডি ওয়েবক্যাম।
ইন্টারনেট বা অন্য ডিভাইসের সঙ্গে সংযুক্ত করতে রয়েছে ওয়্যারলেস ল্যান, ব্লুটুথ ৪.০, ইউএসবি পোর্ট, এইচডিএমআই পোর্ট। এছাড়া মাল্টিমিডিয়া উপভোগ করতে রয়েছে বিল্ট-ইন ইন্টেল গ্রাফিক্স, এইচডি অডিও, স্টেরিও স্পিকার,মাইক্রোফোন, মেমোরি কার্ড রিডার। আল্ট্রাবুকটির দাম ৫৫ হাজার টাকা। ফোন : ০১৯৭৭৪৭৬৪৪৬, ৯১৮৩২৯১।
/এইচএএইচ/