X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

মেসেঞ্জারে নববর্ষের শুভেচ্ছার লিংক থেকে সাবধান

নুরুন্নবী চৌধুরী
৩০ ডিসেম্বর ২০১৯, ১৬:১২আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ২০:৩৯

মেসেঞ্জারে নববর্ষের শুভেচ্ছার লিংক থেকে সাবধান

আর একদিন পরেই আসছে নতুন বছর ২০২০। এরইমধ্যে বছরের শেষ সময়ে নতুন বছরের শুভেচ্ছা জানানো শুরু করেছেন অনেকেই। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম বা মেসেঞ্জারে চলছে শুভেচ্ছা জানানোর হিড়িক। গত দুদিন ধরে অনেকেই নানা ধরনের লিংকযুক্ত শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন মেসেঞ্জারের মাধ্যমে।

মেসেঞ্জারে নববর্ষের ‘শুভেচ্ছা’ বিষয়ক বার্তায় যেসব লিংক পাঠানো হচ্ছে, সেগুলোতে ক্লিক না করার অনুরোধ জানিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। পাশাপাশি এ ধরনের বার্তা থেকে সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন তারা। ফেসবুকে নতুন বছরের এ ধরনের শুভ কামনা জানাতে বিভিন্ন ধরনের লিংক ফরোয়ার্ড করছেন অনেকেই। এতে করে ব্যক্তিগত তথ্য চুরিসহ নানা ধরনের বিপদের শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) সহযোগী অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন।

বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘অপরিচিত উৎস থেকে আসা যেকোনও ধরনের লিংক ক্ষতিকর হতে পারে। হ্যাকাররা সাধারণত বিশেষ কোনও দিন যেমন নববর্ষ, জন্মদিন ইত্যাদিকে উপলক্ষ করে এই ক্ষতিকারক লিংকগুলো পাঠিয়ে থাকে। এই লিংকগুলোতে ক্লিক করলেই ব্যক্তিগত তথ্যাদি, এমনকি অ্যাকাউন্টের নিয়ন্ত্রণও হাতছাড়া হয়ে যেতে পারে। নিতান্তই প্রয়োজন হলে, অপরিচিত উৎস থেকে আসা লিংক কপি করে, মূল অ্যাপ যেমন- ফেসবুক, জিমেইল ইত্যাদি থেকে লগআউট করে, কপি করা লিংক অন্য কোনও ব্রাউজার পেস্ট করার মাধ্যমে ভিজিট করা যেতে পারে। যদিও তাতে করে ক্ষতির ঝুঁকি পুরোপুরি দূর হয় না।’

গত দুদিন ধরে দেখা গেছে, মেসেঞ্জারে শুভেচ্ছার নামে  wish-you.cowish4u.comy-love.co  বা এমন লিঙ্ক থেকে মেসেজ পাঠানো হচ্ছে। যা অনেকেই মেসেঞ্জারে ফরোয়ার্ড করছেন অন্য বন্ধুদের। তথ্য সুরক্ষার জন্য এ ধরনের লিংক ফরোয়ার্ড না করার ব্যাপারে সচেতনতা জরুরি বলেও মনে করছেন সাইবার বিশেষজ্ঞরা।

/এপিএইচ/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাটি কাটার সময় 'গরমে অসুস্থ হয়ে' নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় 'গরমে অসুস্থ হয়ে' নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার