X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

সামাজিক যোগাযোগমাধ্যমের ইতিবাচক দিক ব্যবহারের আহ্বান

রাসেল হাওলাদার
০৮ জানুয়ারি ২০২০, ২১:০৮আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ২১:৪৫

সেমিনার সামাজিক যোগাযোগমাধ্যমের ইতিবাচক দিকগুলো বেশি বেশি ব্যবহার করার আহ্বান জানিয়েছেন ‘তৃতীয় বাংলা‌দেশ ডি‌জিটাল ‌দিবস ২০২০ সম্মাননা’ প্রদান উপলক্ষে আয়োজিত ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সোশ্যাল মিডিয়ার ইতিবাচক ব্যবহার’ শীর্ষক সেমিনারে আগত বক্তারা। তাঁরা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম এখন আয়ের ভালো উৎস। এর অপব্যবহার না করে সঠিকভাবে উপস্থাপন করলে এ মাধ্যম থেকে সবাই উপকৃত হবেন।

বুধবার (৮ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জা‌তিক স‌ম্মেলন কে‌ন্দ্রে এ সেমিনার অনুষ্ঠিত হয়। আয়োজন করে সরকারের সেমিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (আইসিটি)।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপক করেন ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টারের প্রধান ব্রি. জেনারেল জিয়াউল আহসান। তিনি বলেন, আজকের প্রতিপাদ্য যে বিষয় সেটিকে যদি উল্টে দেই ‘যাচাই পরে, শেয়ার আগে, তাহলে অর্থ কিন্তু উল্টো হয়ে যায়।’ তিনি আরও বলেন, বর্তমান সময়ে ফোন, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, ল্যাপটপ, নোটপ্যাড ছাড়া কেউ চলতে পারি না। সারাক্ষণই এগুলোর মধ্যে ডুবে থাকি। কিন্তু এগুলো ইতিবাচকভাবে ব্যবহার করা যায়।

তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় যে যা-ই করুক, সবাইকে শনাক্ত করা সম্ভব। শুধু তা-ই নয়, আমাদের নেটওয়ার্কে সবাইকে শনাক্ত করা যায়। ফেক ফেসবুক আইডি ব্যবহার করে কে কী করেন তা-ও আইনশৃঙ্খলা বাহিনী জানে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক সামিয়া রহমানের সঞ্চালনায় সেমিনারে আলোচক ছিলেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম, একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু, শপ আপ’র প্রধান নির্বাহী সিফাত সারোয়ার ও স্পাইডার ডিজিটাল সিকিউরিটির প্রধান নির্বাহী কাজী মনিরুল কবির।

/এইচএএইচ/এমওএফ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তরমুজের ললি আইসক্রিম বানাবেন যেভাবে
তরমুজের ললি আইসক্রিম বানাবেন যেভাবে
পুতিনের সঙ্গে শান্তি আলোচনায় বসতে ইউক্রেনের প্রতি ইতালির আহ্বান
পুতিনের সঙ্গে শান্তি আলোচনায় বসতে ইউক্রেনের প্রতি ইতালির আহ্বান
গাছ লাগানো ও কাটার ক্ষেত্রে নীতিমালা করতে হাইকোর্টের রুল জারি
গাছ লাগানো ও কাটার ক্ষেত্রে নীতিমালা করতে হাইকোর্টের রুল জারি
ডিএনসিসির একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়: মেয়র আতিক
ডিএনসিসির একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়: মেয়র আতিক
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?