X
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
১ জ্যৈষ্ঠ ১৪৩২

ব্যবহারকারীকে ছবির ওপর আরও কর্তৃত্ব দিচ্ছে ফেসবুক

ইশতিয়াক হাসান
২৩ সেপ্টেম্বর ২০২০, ০২:২১আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ০২:২১

ফেসবুক ব্যবহারকারীর পোস্ট করা ছবির ওপরে ব্যবহারকারীর কর্তৃত্ব আরও বাড়াতে যাচ্ছে ফেসবুক। সম্প্রতি এর নির্মাতা প্রতিষ্ঠান ফেসবুক ও ইনস্টাগ্রামে ব্যবহারকারীর পোস্ট করা ছবির মালিকানা সেই পোস্টকারীকেই দিতে যাচ্ছে। মূলত অডিও এবং ভিডিওর মালিকানার আদলেই এই ফিচারটি আনতে যাচ্ছে ফেসবুক। তবে এটা কবে নাগাদ আসবে সে সম্পর্কে এখনও পরিষ্কার কিছু জানায়নি প্রতিষ্ঠানটি। এমনটাই জানিয়েছে সংবাদ মাধ্যম ভার্জ।

তবে, এ ক্ষেত্রে কারা পার্টনার হবে— এই তথ্য ফেসবুক এখনও প্রকাশ করেনি। তবে তাত্ত্বিকভাবে এটা বোঝা যায় যে ধরা যাক, ন্যাশনাল জিওগ্রাফি যদি কোনও ছবি ফেসবুকের রাইটস ম্যানেজারে আপলোড করে, তাহলে তারা সেটা পর্যবেক্ষণ করতে পারবে যে, ছবিটা কোথায় প্রদর্শিত হবে। বিষয়টি ঠিক ইনস্টাগ্রাম পেজের অন্যান্য ব্র্যান্ডের মতো। অর্থাৎ সেই ছবিটি পোস্টকারীর নির্ধারণ করে দেওয়া স্থান ছাড়া অন্য স্থানে প্রদর্শিত হবে না।

কপিরাইটের মাধ্যমে ছবি আপলোড করার জন্য ব্যবহারকারীকে ফেসবুকের রাইটস ম্যানেজারে এ ছবির সব মেটাডাটা সমৃদ্ধ একটা সিএসভি ফাইল আপলোড করতে হবে। একইসঙ্গে ব্যাবহারকারীকে নির্ধারণ করে দিতে হবে এই কপিরাইটটি কোন স্থানে কার্যকর হবে এবং ছবিটি কোন কোন স্থানে প্রদর্শিত হবে। এরপর রাইটস ম্যানেজার সেটা যাচাই বাছাই করে ছবিকে সেভাবে প্রদর্শিত করবে। এর পরে যদি অন্য কোনও ব্যক্তি সেই ছবির মালিকানা দাবি করে সে ক্ষেত্রে ফেসবুক প্রথমে দেখবে কার ছবিটি আগে আপলোড করা। এ ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় উভয় পক্ষের পক্ষ-বিপক্ষ লড়াই করার সুযোগ আছে। যদি এর পরেও তারা আপিল করতে চায় তাহলে তারা ফেসবুকের আইপি রিপোর্টিং ফর্ম ব্যবহার করতে পারে।

তবে ইনস্টাগ্রামে এই কপিরাইট আইনের অভিজ্ঞতা খুব এটা ভালো নয়। সম্প্রতি প্রতিষ্ঠানটি জানায়, ছবি প্রকাশের ক্ষেত্রে ফটোগ্রাফারের অনুমতি লাগবে। তবে অতীতে এক ফটো সাংবাদিক কিছু তারকার বিরুদ্ধে মামলা করেছিলেন, কেননা তারা তার তোলা ছবি অনুমতি ছাড়াই তাদের অ্যাকাউন্টে পোস্ট করেছিলেন। মূলত কপিরাইটের বিষয়টি ইনস্টাগ্রাম অনেকটা জটিল করে ফেলেছে বলে মন্তব্য করেছে সংবাদমাধ্যমটি।

 

/এইচএএইচ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইংল্যান্ডের ‘স্পেশাল স্কিলস কনসালট্যান্ট’ সাউদি
ইংল্যান্ডের ‘স্পেশাল স্কিলস কনসালট্যান্ট’ সাউদি
শান্তি আলোচনায় পুতিন অনুপস্থিত, পরবর্তী সিদ্ধান্ত নিয়ে চাপে জেলেনস্কি
শান্তি আলোচনায় পুতিন অনুপস্থিত, পরবর্তী সিদ্ধান্ত নিয়ে চাপে জেলেনস্কি
বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি লোক নেবে মালয়েশিয়া: আসিফ নজরুল
বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি লোক নেবে মালয়েশিয়া: আসিফ নজরুল
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সতর্ক করে জরুরি নির্দেশনা মাউশির
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সতর্ক করে জরুরি নির্দেশনা মাউশির
সর্বাধিক পঠিত
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
অভিযান চালিয়ে ব্যাটারিচালিত রিকশা ভাঙায় বিক্ষোভ সমাবেশের ডাক
অভিযান চালিয়ে ব্যাটারিচালিত রিকশা ভাঙায় বিক্ষোভ সমাবেশের ডাক
উদীচীর জাতীয় সংগীত পরিবেশনের অনুষ্ঠানে হামলা-ভাঙচুর, আহত ৭
উদীচীর জাতীয় সংগীত পরিবেশনের অনুষ্ঠানে হামলা-ভাঙচুর, আহত ৭